ভারতীয় আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম ভারতীয় ডাক বিভাগ (Indian Post Department )। যারা স্বাধীনতার আগে থেকে দেশের মানুষকে নিজের পরিষেবা দিয়ে আসছে, যদিও তাদের প্রাথমিক কাজ ছিল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চিঠি কিংবা নথি এক জায়গা থেকে অন্য জায়গা আদান প্রদান তবে তার সাথে যুক্ত হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের কাজ। বর্তমানে দেশে প্রায় প্রতিটি কোণে রয়েছে ভারতীয় ডাক বিভাগ এবং তার মধ্যে রয়েছে অসংখ্য গ্রাহক যারা প্রতিদিন আর্থিক লেনদেন করেন ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে।
অন্যদিকে ভারতের অন্যান্য রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে ভারতীয় ডাক বিভাগে সুদের হার অনেকটাই বেশি। আর ঠিক সেই সাথে মেলে কেন্দ্রীয় সরকারের সুরক্ষা। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষরা সকলেই ভরসা রাখেন ভারতীয় ডাক বিভাগের উপর। উল্লেখ্য, ভারতীয় ডাক বিভাগ সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রায় প্রতিদিনই নিত্য নতুন যোজনা নিয়ে আসে, যাতে সাধারণ মানুষ বরাবরই উপকৃত হয়।
সম্প্রতি তারা আবারও নিয়ে এসেছে আরও একটি যোজনা। যার মাধ্যমে মাত্র ২০০ টাকা দিলেই একটা সময়ের পরে মিলবে ৩২ লক্ষ টাকা। তাহলে দেখে নেওয়া যাক এই সুবিধা পাওয়ার জন্য ঠিক কি করতে হবে। প্রথমে আপনাকে খুলতে হবে পিপিএফ অর্থাৎ পাবলিক প্রফিডেন্ট অ্যাকাউন্ট। তারপরে প্রতিদিন ২০০ টাকা হিসাবে সেখানে জমা দিতে হবে অর্থাৎ মাসিক ৬০০০ টাকা। এই একাউন্টের মেয়াদ ১৫ বছরের জন্য, যদিও আপনি ইচ্ছা করলে আরো পাঁচ বছর তা বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ কুড়ি বছর পর দেখা যাবে আপনার আর্থিক সঞ্চয়ের পরিমাণ হয়েছে প্রায় ৩২ লক্ষ টাকা এবং তাতে কোনরকম কর দিতে হবে না সরকারকে।