নিয়োগ দুর্নীতিতে (Corruption in Recruitment) নলহাটির একাধিক ঠিকানায় গতকাল বিরাট অভিযান চালিয়েছে সিবিআই৷ এমনকি নলহাটির প্রাক্তন টিএমসি নেতা বিভাস অধিকারীর (Bivas Adhikari) কলকাতার ফ্ল্যাট সিল করে দিয়েছে সিবিআই। এরই মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করলেন প্রাক্তন তৃণমূল নেতা৷ নিজের দলের নাম দিলেন সর্বভারতীয় আর্য মহাসভা। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্যকে গ্রেফতারের পর থেকেই বিভাসের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ অনেকেই মনে করেছিলেন, বিভাসকে গ্রেফতার সময়ের অপেক্ষা। বীরভূম জুড়ে তার সম্পত্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক ও মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ব্লক সভাপতি থেকে বিরাট দায়িত্ব পান বিভাস।
সিবিআইয়ের তরফে শুক্রবার বিভাসের একাধিক ঠিকানায় অভিযান চালানোর পর তাঁকে তলব করা হয়েছে৷ নিয়োগ দুর্নীতির সঙ্গে আর কোন শাসক দলের নেতারা জড়িয়ে? তা নিয়েও আলোচনা হচ্ছে বিস্তর। তবে কী নিয়োগ দুর্নীতি থেকে বাঁচতে নতুন দল গঠন করলেন বিভাস? যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল এবং বিজেপি।
বিজেপির বক্তব্য, সারা দেশ জুড়ে প্রায় ১০ হাজারটি রাজনৈতিক দল রয়েছে। আরও একটা বাড়ল। যদিও সিপিএম দাবি করছে, এই ঘটনার সঙ্গে তৃণমূল এবং বিজেপির যোগ হয়েছে।