Mehul Choksi: মোদী সরকার কোনওভাবেই নাগাল পাবে না মেহুল চোক্সির

মোদী সরকার আর কোনওভাবেই নাগাল পাবে না বিপুল টাকার আর্থিক জালিয়াতিতে জড়িত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সির (Mehul Choksi)। ভারত থেকে পালিয়ে অ্যান্টিগুয়া ও বারবুডায় আশ্রয় নেওয়া চোস্কিকে সরানো যাবে না। জানাল দেশটির আদালত।

Mehul Choksi, the fugitive businessman, sitting with folded hands

মোদী সরকার আর কোনওভাবেই নাগাল পাবে না বিপুল টাকার আর্থিক জালিয়াতিতে জড়িত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সির (Mehul Choksi)। ভারত থেকে পালিয়ে অ্যান্টিগুয়া ও বারবুডায় আশ্রয় নেওয়া চোস্কিকে সরানো যাবে না। জানাল দেশটির আদালত।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা কেলেঙ্কারি অভিযোগ রয়েছে মেহুল চোক্সির বিরুদ্ধে। ভারত সরকারের তরফে তার বিরুদ্ধে রেড কর্ণার নোটিশ জারি করা হয়।

Advertisements
   

পলাচক মেহুল চোক্সি সম্প্রতি দেশটির আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন তাঁকে জোর করে অন্য দেশে নিয়ে অমানবিক অত্যাচার করা হয়। সেই ঘটনার তদন্ত চেয়ে অ্যান্টিগুয়া এবং বারবুডার হাইকোর্টে মেহুল চোস্কির আবেদনের ভিত্তিতে ওই ভারতীয় ব্যবসায়ীকে না সরানোর নির্দেশ দেয় আদালত।