আরো একবার সাদা-কালো ব্রিগেডকে (Mohammedan Sporting Club) পরাস্ত করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সবুজ-মেরুনের হয়ে একমাত্র গোল করেন দলের তারকা ফুটবলার এঙ্গসন সিং। প্রথমার্ধেই তার গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। যারফলে ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-০ গোল। নির্ধারিত সময়ের শেষে সেই পরিসংখ্যানেই জয় তুলে নেয় কিয়ানরা। অন্যদিকে ভালো খেলেও এখনো পর্যন্ত ডার্বি জয় অধরা থাকল মহামেডান স্পোর্টিং ক্লাবের।
উল্লেখ্য, এবারের রিলায়েন্স কর্তৃক আয়োজিত ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) এই দ্বিতীয় বর্ষের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে এটিকে মোহনবাগান ব্রিগেড। লিগের একেবারে প্রথম ম্যাচে তাদের বিপক্ষে বড় জয় পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত অপরাজিত সবুজ-মেরুন শিবির। লিগ টেবিলের একেবারে শীর্ষ থেকেই প্রোগেসিভ রাউন্ডে উঠে এসেছিল মোহনবাগান। সেই ধারা আজ অব্যাহত রাখল সুহেলরা। নব্বই মিনিটের মধ্যেই গোল করে জয় তুলে নিল গঙ্গাপাড়ের এই দল।
অন্যদিকে, এবারের এই ইয়ুথ টুর্নামেন্টে দলের পারফরম্যান্স খূব একটা ভালো না হলেও অল্প সময়ের পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের নিয়ে খুশি কোচ দেবরাজ চ্যাটার্জী। তার কথায়, লিগ শুরু হওয়ার মাত্র তিনদিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে গোটা দল। সেই অনুযায়ী টুর্নামেন্টের অন্যান্য দলের তুলনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে ছেলেরা। অপরদিকে প্রথম দল হিসেবে ইস্টজোন থেকে ডেভলপমেন্ট লিগের মূলপর্বে সুযোগ করেনিল ফারদিনরা।