অমিত শাহর বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল করা হল। তাঁর সফর নিয়ে বীরভূম তেতে আছে।এদিনেই বীরভূমে সফর করে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সারতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিউড়ি সভাস্থলের এলাকা জুড়ে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা।
সিউড়ি হাইরোড সংলগ্ন নব নির্মিত বিজেপির বীরভূম জেলা পার্টি অফিস চত্বরে। নতুন পার্টি অফিসের উদ্বোধন করবেন অমিত শাহ। সেখান থেকে বিকেল চারটে পাঁচ নাগাদ ফিরবেন পুলিশ লাইন মাঠের হেলিপ্যাডে। রওনা হবেন কলকাতা বিমানবন্দরে। কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
বীরভূম থেকে সরাসরি দক্ষিণেশ্বরে যাবেন অমিত শাহ। পয়লা বৈশাখের দিনে প্রচুর মানুষের সমাগম হয় দক্ষিণেশ্বর জুড়ে।অমিত শাহ উপস্থিত হলে নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে।ফলে সূচি বদলানো হল।