NIA: মোমিনপুরে গোষ্ঠী সংঘর্ষে অভিযুক্তদের সন্ধান দিলেই লাখ টাকা

মোমিনপুরে হামলার ঘটনায় সাত অভিযুক্তের নামে এবার হুলিয়া জারি করল NIA, পলাতকদের খোঁজ দিলে মিলবে লাখ টাকা। এই সাত ব্যক্তি অন্যতম ষড়যন্ত্রকারী এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা।

NIA visits Ekbalpur and Mominpur areas in Kolkata

মোমিনপুরে হামলার ঘটনায় সাত অভিযুক্তের নামে এবার হুলিয়া জারি করল NIA, পলাতকদের খোঁজ দিলে মিলবে লাখ টাকা। এই সাত ব্যক্তি অন্যতম ষড়যন্ত্রকারী এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রে খবর, সাত জন অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আত্মসমর্পণ করেনি কেউ। তাদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের নাম, কেস ডিটেল পোস্টার আকারে জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে। গোয়েন্দার তরফে জানানো হয়েছে, যে বা যারা এই পলাতকদের খোঁজ দিতে পারবে তাঁদের ১ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।

   
Advertisements

অভিযুক্তদের খোঁজ পাওয়া না গেলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারে আদালত। এমনটাই এনআইএ সূত্রে খবর। মোমিনপুরের ঘটনায় মোট ১৬ জনের নামে সম্প্রতি চার্জশিট পেশ করেছে এনআইএ। আটজনকে এই মামলায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হিংসা ছড়ানো সহ একাধিক ধারায় মামলা হয়। সালাউদ্দিন সহ তিনজনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৬ লক্ষ টাকা।