বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ খান, দীর্ঘ কয়েক দশক প্রিয় তাঁর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। এখনো ঠিক একইভাবে সকলের কাছে পছন্দের শাহরুখ খান। যদি আগে থেকে অভিনেতার কাজের সংখ্যা অনেকটাই কমেছে কিন্তু তাতেও অভিনয় কোন পরিবর্তন আসেনি। ঠিক সেই কারণে সিনেমা হলে শাহরুখ খানের সিনেমা মানেই জনসমুদ্র। ‘বাজিগার’ থেকে শুরু করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সব জায়গাতেই সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি।
তবে এই সাফল্য একদিন আসেনি তার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম কিন্তু ২০২১ সালের একটি ঘটনা তাঁর জনপ্রিয়তাকে একটু হলেও ক্ষীণ করেছিল। ২০২১ সালে শাহরুখপুত্র আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হন কেন্দ্রীয় মাদক পাচার তদন্তকারী সংস্থার হাতে। সেই সময় খান পরিবারের উপর দিয়ে বয়ে গিয়েছিল একটা বিরাট ঝর।
পরে অবশ্য কেন্দ্রীয় সংস্থার কাছে ক্লিনচিট পান অভিনেতা পুত্র। কয়েক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। তবে সেই সময় অভিনেতার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। আর তাদের মধ্যে অন্যতম হলো জুহি চাওলা। জানা যায়, সেই সময় কয়েক লক্ষ টাকা নিয়ে শাহরুখ খানের বাড়ি গিয়েছিলেন অভিনেত্রী।
শুধু তাই নয়, শাহরুখ খান পুত্রকে ছাড়ানোর জন্য নিজেই সই করেন বন্ডে। এ বিষয়ে অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন, “যা ঘটেছে তা পুরোপুরি ভাবে একটি দুর্ঘটনা। তখন আমার মাথায় ওদের সাহায্য করা ছাড়া অন্য কিছু আসেনি কারণ আমরা সব সময় ভালো বন্ধু হয়ে একে অপরের পাশে থেকেছি”।