Somlata Acharya Choudhury: বাংলার সাথে সঙ্গীতের যোগাযোগ অনেকদিনের সে শাস্ত্রীয় সংগীত হোক কিংবা আধুনিক রক গান। বাংলা ও বাঙালি বরাবরই সংগীত প্রেমী। ঠিক সেই কারণেই বিভিন্ন ধরনের গান বারবার আকৃষ্ট করে আমাদের সকলকে আসলে এই বাংলার বুকেই জন্ম নিয়েছেন মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে হালের অরিজিৎ সিং এর মত গায়করা।
তাই বাঙালি বরাবরই গান ভালবাসে। বর্তমানে বাংলা সংগীত জগতের গায়িকাদের মধ্যে অন্যতম সোমলতা আচার্য। তাঁর সঙ্গীতের যাদু আমাদের সকলকেই বস করেছে। পাশাপাশি বাংলা সংগীত জগতের রকস্টার ওম্যান হিসেবেও তিনি পরিচিত, কারণ তার গলায় যে শুধু সুর রয়েছে তা নয় পাশাপাশি রয়েছে এক স্পৃহা।
তাঁর গানের গলা নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ তাঁর যোগ্যতার পরিচয় আমরা সকলেই পেয়েছি। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সোমলতা আচার্য মানেই এক আবেগ। আমাদের অন্যতম প্রিয় রবীন্দ্র সংগীত ‘মায়াবন বিহারিনী’ তাঁর কণ্ঠে যেন অন্য মাত্রা পেয়েছে। তবে এসবের পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও বিশেষভাবে সক্রিয় সেটা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়
View this post on Instagram
। গায়িকা মাঝেমধ্যেই তার বিভিন্ন কনসার্টের ছবি শেয়ার করে নেন ভক্তদের সাথে। সম্প্রতি, আসানসোলে গায়িকা গিয়েছিলেন এক অনুষ্ঠান করতে আর সেই অনুষ্ঠানে কিছু ছবি তিনি তাঁর সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। ছবিতে সেই চেনা ছন্দে খোলা চুলে নিজের অনবদ্য প্রতিভা দেখিয়েছেন গায়িকা।