চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যা দেখে খুশি আপামর সবুজ-মেরুন সমর্থকবৃন্দ। তবে সেই আনন্দে গা ভাসাতে রাজি নন বাগান কোচ হুয়ান ফেরেন্দো (Juan Ferrando)। এবার মিশন সুপার কাপ। সেইমর্মেই আজ দুপুরে কেরালা উড়ে যাচ্ছে গোটা মোহনবাগান দল।
আগামী সোমবার গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে খেলতে নেমে নিজেদের অভিযান শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। যা নিয়ে ব্যাপক চিন্তিত এবারের এই আইএসএল জয়ী কোচ। বর্তমানে চ্যাম্পিয়ন প্রসঙ্গ দূরে ঠেলে গোকুলাম বধের দিকেই জোড় দিচ্ছেন ফেরেন্দো। কিন্তু এবারের এই কাপ টুর্নামেন্টে একেবারে হট ফেভারিট হয়ে ও কেন ও চিন্তায় বাগান কোচ?
এই নিয়ে মিডিয়ার মুখোমুখি হয় বাগানের হেডস্যার বলেন, যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ দলের খেলোয়াড়দের কাছে যথেষ্ট কঠিন হয়ে থাকে। পরবর্তীতে যদিও আত্মবিশ্বাস কাজে আসে। তবে এখন প্রথম ম্যাচকেই ফাইনাল ম্যাচ ধরে এগোতে হবে। তিনি আরও বলেন, সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ টিভিতে দেখেছি। বলতে গেলে ওদের কোচ বদলের পর থেকেই আক্রমণের ধার ব্যাপক ভাবে বেড়েছে। বিশেষ করে ওদের বিদেশী খেলোয়াড়রা যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে। তবে আমরা জিতে শুরু করতে চাই, এটাই আমাদের লক্ষ্য।
তবে শুধু গোকুলাম কেরালা এফসি নয়, এবারের সুপার কাপের গ্রুপ পর্বে জামশেদপুর এফসি ও এফসি গোয়ার মতো শক্তিশালী দলের ও মুখোমুখি হতে হবে এটিকে মোহনবাগান কে। এই নিয়ে ফেরেন্দো বলেন, গোকুলাম বাদ দিলেও গ্রুপ লিগের বাকি দুই দল যথেষ্ট শক্তিশালী। তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। ওরা যেকোনো সময় যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। তাই আমাদের গ্রুপ যথেষ্ট কঠিন। আমাদের কে সব ম্যাচ ই ফাইনাল ধরে এগোতে হবে। প্রতিটি গ্রুপ থেকে যেহেতু একটি করে দল সেমিফাইনালে যাবে, তাই আমাদের সকলকে নিজেদের সেরাটা দিতে হবে।