ফের পরাজয়। এবার সুপার কাপের (Super Cup) কোয়ালিফায়ার রাউন্ডে গোকুলাম কেরালার কাছে পরাজিত হল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammaden S C)। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল ৫-২ গোল। হাফ টাইম পর্যন্ত ম্যাচের ফলাফল ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠে কেরালা। দলের হয়ে গোল করেন যথাক্রমে ওমর, সৌরভ,নূর, জামান ও হাক্কু।
অপরদিকে সাদা-কালো ব্রিগেডের হয়ে দুটি গোল করেন দলের ভরসাযোগ্য বিদেশি আবিওলা দাওদা। আজকের এই জয়ের ফলে এবারের সুপার কাপের মূল পর্বে স্থান করে নিল গোকুলাম কেরালা এফসি। আগামী ১০ ই এপ্রিল গ্রুপ পর্বে এটিকে মোহনবাগানের মুখোমুখি হতে হবে তাদের। এছাড়াও গোকুলামের এই গ্রুপে রয়েছে এফসি গোয়া ও জামশেদপুর এফসি।
আজ ম্যাচের প্রথম থেকেই দাপট বজায় রেখেছিল গোকুলাম কেরালার ফুটবলাররা। বারংবার মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের রক্ষনে চাপ বাড়াতে শুরু করেছিল সৌরভরা। যারফলে ম্যাচের ১০ মিনিটের মাথায় মহামেডানের জালে বল জড়িয়ে দেন ওমর রামোস। জবাবে ২৭ মিনিটের মাথায় সমতা ফেরান সাদা-কালো তারকা আবিওলা দাউদা। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল থাকে ১-১ গোল। তবে দ্বিতীয়ার্ধেই আবার ও পুরোনো মেজাজে ধরা দেয় কেরালা। সৌরভের গোলে ২-১ ব্যবধান করে গোকুলাম। তারপরে ফের ৪৮ মিনিটের মাথায় ২-২ করেন আবিওলা দাউদা। কিন্তু শেষ রক্ষা হয়নি। নূর-জামানদের আক্রমণের সামনে কার্যত পরাস্ত হতে হয় মেহরাজউদ্দিনের দলকে। শেষের দিকে হাক্কুর গোলে ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় কেরালা।
যারফলে, এবারের আইলিগে হতশ্রী পারফরম্যান্সের পর সুপার কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেও ছিটকে যেতে হল মহামেডান কে। চলতি মরশুমে আইলিগ শুরুর আগে কিবু ভিকুনা কে দলের দায়িত্ব দেয় সাদা-কালো কর্তারা। তবে দলের পারফরম্যান্স দেখে তাকে ছাঁটাই করে দেয় মহামেডান। শেষ মুহূর্তে দলের হাল ধরতে প্রাক্তন খেলোয়াড় তথা কোচ মেহরাজউদ্দিনের হাতে দেওয়া হয় দায়িত্ব। তার হাতে পরে দলের হারানো ফর্ম ফিরতে শুরু করলেও সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বে আজ মুখ থুবড়ে পড়তে হয় দলকে। যা দেখে হতাশ দলের সমর্থকরা।