কিছুদিন আগেই হাড্ডাহাড্ডি করে কন্যাশ্রী কাপ ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দল। যা নিয়ে আনন্দে মেতে উঠেছিল লাল-হলুদ সমর্থকরা। তবে এবার এখানেই শেষ নয় মহিলাদের ফুটবল মরশুম। সামনে আরো বড় লড়াই করতে হবে গোটা দলকে। রাজ্যের সীমা অতিক্রম করে এবার গোটা দেশের সামনে নিজেদের মেলে ধরার লড়াই সুলঞ্চনাদের।
কারন আসন্ন মহিলা জাতীয় লিগে (Women’s National League) এবার খেলার সুযোগ এসেছে ইস্টবেঙ্গলের মহিলা দলের। সেইমতো আজ ইন্ডিয়ান ওমেনস লিগের তরফ থেকে প্রকাশিত হয়েছে দলীয় সূচি। এবার কাদের সাথে খেলবে লাল-হলুদ ব্রিগেড?
হিরো ইন্ডিয়ান ওমেনস লিগের সূচি অনুসারে, দুটি গ্রুপে ভাগ করা হয়েছে সমস্ত দল গুলিকে। গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’। নির্ধারিত সূচি অনুযায়ী গ্রুপ ‘এ’ তে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। পাশাপাশি অন্যান্য দল গুলি হল যথাক্রমে গোকুলাম কেরালা এফসি, মাতা রুক্মিণী দেবী স্পোর্টিং ক্লাব, হোপস এফসি, মিসাকা ইউনাইটেড ফুটবল ক্লাব, কাহানী এফসি, স্পোর্টস ওডিশা ও মুম্বাই নাইটস এফসি।
অন্যদিকে গ্রুপ ‘বি’ তে রয়েছে যথাক্রমে সেথু এফসি, কিকস্টার্ট এফসি, সেলটিক কুইন্স এফসি, ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন, সিআরপিএফ এফসি, চার্চিল ব্রাদার্স এফসি জি, লর্ডস এফএ কোচি ও ওডিশা এফসি। জানা গিয়েছে, প্রতিটি গ্রুপ থেকে প্রথম ৪টি করে দল আগামী মরশুমে মহিলা জাতীয় লিগ খেলার যোগ্যতা অর্জন করবে। তবে এখনো পর্যন্ত সামনে আসেনি ম্যাচের সময় সূচি।
#UPDATE | Hero Indian Women's League 2022/23 groups unveiled ⤵️#KanyashreeCup champions East Bengal FC placed in Group-A. Top 4 teams from each group will qualify direct entry to the next year's IWL. #TorchBearers | #EastBengalFC#IndianFootball | #HeroIWL pic.twitter.com/81U93eD669
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 30, 2023
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এবারের এই লিগে ইস্টবেঙ্গল কে খেলার সুযোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল আইএফএর অন্দর থেকে। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে ছিল ফেডারেশন। তারপর আজ প্রকাশিত হল গ্রুপপর্ব।