চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। কয়লা পাচারকান্ডে (Coal Scam) ‘ফেরার বিনয়ের (Binay Mishra) সঙ্গে ১০ বার বিদেশ সফরে অভিষেক’। এমনই সংবাদ প্রকাশ করেছে ‘গণশক্তি’ (Ganashakti)। এই সংবাদপত্রটি সিপিআইএমের বাংলা মুখপত্র হিসেবে চিহ্নিত। দলটির কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন শাসকদল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এর পরেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরর (Abhishek Bandopadhyay) সাথে ‘ফেরার’ বিনয় মিশ্রর বিদেশ সফর নিয়ে সংবাদে তীব্র আলোড়ন।
গণশক্তির প্রতিবেদনে লেখা হয়েছে, “একবার নয় দুবার নয় চার বছরে দশবার কয়লা পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্রের টাকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ ভ্রমণের নথি এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে।”
প্রতিবেদনে দাবি করা হয়, “তদন্তে উঠে এসছে গত ৭ই সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার আলিপুরে শাসক দলের ঘনিষ্ট এক অ্যাকাউন্টের বাড়িতে ম্যারাথন চালিয়েছিল সিবিআই। ওই দিনই সিবিআই আসানসোল এবং কলকাতায় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আইন মন্ত্রী মলয় ঘটকের সাতটি ঠিকানায় তল্লাশি চালিয়েছিল। ওই চার্টার্ড একাউন্টেন্টকে আবার আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ২০২১ সালের ৫ জুলাই দিল্লিতে তলব করেছিল।”
গণশক্তি লিখেছে, “জানা গেছে দক্ষিণ কোলকাতার ওই অ্যাকাউন্ট কলকাতায় ফেরার বিনয় মিশ্র এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে ১০ বার বিদেশ সফর করেছেন। সেই বিদেশ সফরে খরচ জুগিয়েছেন।”
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সভা থেকে দাবি করেন যদি প্রমাণ করতে পারেন আমি কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত তাহলে যাই হোক না কেন শহিদ মিনারে ফাঁসির মঞ্চ বরণ করে নেব।