কলকাতায় সিপিআইএমের মিছিল থেকে তৃণমূল কংগ্রেস সমাবেশ ফেরতদের দেখে চোর চোর স্লোগান উঠেছে। মিছিল সামলাতে গিয়ে পুলিশকে করজোড়ে অনুরোধ করতে হয়ে়ছে। অফিসাররা বলেন থামুন না প্লিজ। আর গঙ্গার অন্য পারে তখন ধুন্ধুমার পরিস্থিতি। বাম যুব সংগঠন DYFI এর জেলা পরিষদ অভিযানে ব্যারিকেড দিয়ে আটকানোর জন্য পুলিশকেই কটাক্ষ করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি (CPI(M) leader Minakshi Mukherjee)।
হাওড়া জেলা পুলিশকে কটাক্ষ করে মীনাক্ষী বলেন, আপনাদের চাকরি বামফ্রন্টের আমলে হয়েছিল। নয়ত বাপের কিডনি বিক্রি করলেও চাকরি পেতেন না। মীনাক্ষীর এই কটাক্ষ রাজ্য পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।
সিপিআইএম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেছেন, পঞ্চায়েতের আবাস যোজনার দুর্নীতি চলছে। জেলা পরিষদ সভাধিপতি কটা অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। মীনাক্ষীর কটাক্ষ, তৃ়ণমূলের পুরোটাই দুর্নীতির সাথে জড়িত।