বৈঠক বিভ্রাট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ, মঙ্গলবার রাত ৮ টায় ইমামি অফিসে লগ্নিকারী সংস্থার সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল-হলুদ (East Bengal) কর্তারা। কিন্তু দুই ঘণ্টা বৈঠকের শেষে ও নেওয়া গেল না কোনও সিদ্ধান্ত। যারফলে, আগামী দিনে ফের আলোচনায় বসার সম্ভাবনা ইমামি ইস্টবেঙ্গল কর্তাদের। তবে এবার মুখোমুখি আলোচনার বদলে অনলাইন মাধ্যমেই কথাবার্তা এগোনোর পরিকল্পনা উভয় পক্ষের। সেই নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ না জানানো হলেও সময়মতো কথাবার্তা এগিয়ে নিয়ে যাবেন তারা।
আজ বৈঠকের পর সাংবাদিকদের তরফ থেকে কর্তাদের প্রশ্ন করা হলে, দেবব্রত মুখোপাধ্যায় বলেন, কোন পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে নিয়মিত আলোচনার প্রয়োজন হয়। আজ আমাদের তরফ থেকে সেটাই হয়েছে। আগামী দিনে এই নিয়ে মুখোমুখি আলোচনা না হলেও জুম বা গুগল মিটে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে।
পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন কোচের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনো পর্যন্ত সেই নিয়ে আলোচনা চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই তা জানিয়ে দেওয়া হবে। সেইসঙ্গে তিনি বলেন, যাইহোক কোনও সফল কোচের উপরেই দেওয়া হবে ইস্টবেঙ্গলের দায়িত্ব। এক্ষেত্রে হাবাস-লোবেরার মতো হাই প্রোফাইল নাম উঠে আসলেও তা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি।