‘আও জি খা লেও’- আসুন কিছু খেয়ে যান। বিকেলের পর থেকে এমনই হাঁস ডাক শোনা যাচ্ছে শিখদের ইফতার ক্যাম্প থেকে। রমজান চলছে। দিনভর উপবাস করে সন্ধে নাগাদ ধর্মীয় আচরণ মেনে মুসলিমরা রোজা ভাঙছেন। এর পর হবে খাওয়া দাওয়া। ঠিক সেই সময় পাকিস্তানি (Pakistan) শিখ সম্প্রদায়ের ইফতার ক্যাম্প থেকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।এ ঘটনা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের।
মুসলিম সংখ্যাগুরু তথা ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের তরফে চলছে রমজান উপলক্ষে ইফতার ক্যাম্প। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার। সেখানে দীর্ঘ সময় ধরে বসবাসকারী শিখ সম্প্রদায় মূলত ব্যবসার সাথে জড়িত। রোজার সময় জিনিষপত্রের দাম চড়া থাকে। তায় এবার পাকিস্তান জুড়ে তীব্র অর্থনৈতিক সংকট চলছে। স্থানীয় শিখ সম্প্রদায়ের ব্যবসায়ীরা বলছেন, এই পরিস্থিতিতে যতটা সম্ভব কম দাম রাখার চেষ্টা করছি। আমাদের কিছু যুবক ইফতার ক্যাম্প খুলে নিয়মিত খাদ্য পরিবেশন করছে।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে চিকিৎসা করাতে আসা বহুজন এই হাসপাতালের মধ্যে তৈরি শিখ সম্প্রদায়ের ইফতার ক্যাম্পে খাচ্ছেন। সেই ছবি পাক গণমাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। ভারত ভেঙে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান তৈরির পর সে দেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু ও শিখ পরিবারগুলি ভারতে চলে এসেছিল। এর পরেও পাকিস্তানে থেকে গেছে অ-মুসলিম পরিবারগুলি দেশটির সংখ্যালঘু হিসেবে চিহ্নিত হয়েছেন। বারবার পাক সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় বিতর্ক তৈরি হয়।
সর্বশেষ হিসেব বলছে, পাকিস্তানের সংখ্যালঘুদের মধ্যে শিখ ধর্মাবলম্বীরা মূলত পাঞ্জাব প্রদেশ, খাইবার পাখতুনখোয়া ও সিন্ধ এলাকায় থাকেন। আর হিন্দুদের বড় অংশের বসবাস সিন্ধ প্রদেশে। পাকিস্তানে শিখদের সংখ্যা কুড়ি হাজারের মতো।