Beauty Hacks: জন্মদিনের পায়েস হোক কিংবা বিয়ে বাড়িয়ে পোলাও, কাজু আর কিশমিশ (Raisin) ছাড়া যেনো ঠিক জমে না। অন্যদিকে বাড়ির যেকোনো রান্নায় কাজু কিশমিশ দিকে তার স্বাদ যেনো আরও কয়েকগুণ বেড়ে যায়। আবার অনেকে শুধু কাজু কিশমিশ খেতে পছন্দ করেন।
কিন্তু জানেন কি, আপনার মুখের ব্রণ কিংবা যেকোনো দাগ দূর করতে কিশমিশের জুড়ি মেলা ভার। হ্যাঁ, কিশমিশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আন্টি অক্সিডেন্ট, ভিটামিন বি৬ যা আপনার ত্বকের জন্য খুবই উপকারী।
আমাদের ত্বকে সামান্য ব্রণ কিংবা ফুসকুড়ি হলেও বাজার থেকে নানা ধরনের ক্রিম নিয়ে আসি। যা সাময়িক ভাবে কাজ দিলেও পরে গিয়ে দেখা দেয় মারাত্মক সমস্যা। ত্বকে জ্বালা ভাব, কিংবা দাগের মতো সমস্যা দেখা দেয়। তবে এই সবের ওষুধ লুকিয়ে দিয়েছে এক চামচ কিশমিশের মধ্যেই। প্রতিদিন রাতে দুই কাপ জলে ভিজিয়ে রাখুন কিশমিশ। তারপরে সেই জল পরদিন সকালে ভালো ভাবে ছেকে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
সামান্য কিছুদিনের মধ্যেই হাতেনাতে ফল পাবেন আপনি। অন্যদিকে পরে থাকা কিশমিশ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেসপ্যাক। আর তাতে সামান্য পরিমাণে গোলাপ জল দিয়ে লাগিয়ে রাখুন মুখে। মুখে জমে থাকা সমস্ত ময়লা থেকে শুরু করে দাগ নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। আগের থেকে অনেকটাই উজ্বল হবে ত্বক, সেই সাথে বয়সের ছাপ গায়েব হবে সহজেই।