ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। ভারতের পাশাপাশি যেখানে অংশ নিয়েছে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের (Kyrgyz Republic) মতো দেশ। যার প্রতিটি ম্যাচ আয়োজিত হচ্ছে ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে। প্রথম ম্যাচেই মায়ানমার কে ১-০ গোলে পরাজিত করেছে ভারত। অনিরুদ্ধ থাপার গোলেই এসেছে জয়।
তবে সেই ম্যাচে গোল না পেলেও সকলের নজর কেড়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে সমর্থকদের কাছে অধিনায়কের পাশাপাশি তিনি লিডার ও লেজেন্ড। বয়স আটত্রিশের ঘর ছাড়াতে চললেও এখন ধার রয়ে গিয়েছে তার খেলায়। এক কথায় আজও তিনি ভারতীয় ফুটবলের আশার আলো।
গত ম্যাচে গোল না পেলেও হাল ছাড়েননি তিনি। পরম আত্মবিশ্বাসের সাথে তিনি বলছেন, দেশের হয়ে আরো অনেক গোল করতে চাই। বর্তমানে দেশের জার্সি গায়ে প্রায় ৮৪ টি গোল করেছেন ভারতীয় দলের এই অধিনায়ক। সেইসাথে অসংখ্য অ্যাসিস্ট। গত ম্যাচে গোলের দেখা পেতে গিয়ে ও পাননি তিনি। তবে সেইসব নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দলের এই সেনাপতি। গোলের প্রসঙ্গে তিনি বলেন, গোলের খিদে আমার বরাবর, পরের ম্যাচে গোল করতে চাই। তবে পেনাল্টি বা গোল বাতিল ম্যাচের অঙ্গ। তবে পুরোনো ম্যাচ নিয়ে না ভেবে বরং আগামীর দিকে ফোকাস করতে চাই।
সেইসাথে গত মায়ানমার ম্যাচ নিয়ে ও মুখ খোলেন ছেত্রী। তিনি বলেন, আগে ও একবার আমি ইম্ফলে এসেছিলাম তবে এই প্রথমবার আমি এখানকার মাঠে নামলাম। আশাকরি আগামী কিরঘিজ ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারব। মায়ানমার ম্যাচে বাচ্চা ছেলে-মেয়েরা মায়ের সাথে খেলা দেখতে এসেছিল। এসব এক আলাদাই অনুভূতি। সেইসঙ্গে দেশের উদীয়মান ফুটবলারদের নিয়ে ও যথেষ্ট প্রশংসা শোনা যায় তার মুখে। তবে কিরঘিজ দলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরা যথেষ্ট ভালো ফুটবল খেলে। পাশাপাশি ওদের পায়ে যথেষ্ট ভালো গতি রয়েছে। তাই আগামী ম্যাচে আমাদের আরো বেশি করে ফোকাস করতে হবে। এককথায় বলতে গেলে, পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই অভিযান শেষ করার ভাবনা ভারতীয় অধিনায়কের।