চলতি বছরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে ঘুরে দাঁড়িয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। একটা সময় যাদের নক আউট খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তারাই এবারের চ্যাম্পিয়ন।
প্রথম লেগে কিছুটা খারাপ অবস্থা থাকলেও দ্বিতীয় লেগে কেরালা ব্লাস্টার্সকে হারানোর পর থেকে আর পিছনে তাকাতে হয়নি এটিকে মোহনবাগান কে। তারপর ইস্টবেঙ্গল থেকে শুরু করে ওডিশা ও হায়দরাবাদের মতো দলকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। সেখান থেকেই ট্রাইবেকারে বেঙ্গালুরু কে হারিয়ে শিরোপা হাতে তুলে নেয় প্রীতমরা। এবার মিশন সুপার কাপ।
বর্তমানে আইএসএল জয়ের আনন্দ মিটিয়ে নিয়ে অনুশীলনে ফিরতে শুরু করেছে ফুটবলাররা। দলের কোচ হুয়ান ফেরেন্দো ভিসা সমস্যা মেটাতে দেশে ফিরলেও শ্রীঘ্রই ফিরে আসবেন তিনি। কিন্তু কবে থেকে নিজেদের অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান? নির্ধারিত সূচি অনুসারে আগামী ১০ ই এপ্রিল থেকে সুপার কাপ শুরু করছে বুমোস-দিমিত্রিরা। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ার বিজয়ীদের মুখোমুখি হতে হবে তাদের। তারপর আগামী ১৪ তারিখে জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নামতে হবে মনবীর-কিয়ানদের। শেষ ম্যাচ ১৮ ই এপ্রিল। যেখানে প্রতিপক্ষ এফসি গোয়া।
তবে এই মূহুর্তে প্রথম ম্যাচই পাখির চোখ বাগান শিবিরের। চলতি মরশুমে আইএসএল এসেছে সবুজ-মেরুন তাঁবুতে এবার সুপার কাপ আনতে মরিয়া সকলে। যদিও পারফরম্যান্সের বিচারে টুর্নামেন্টের অন্যান্য দল গুলির থেকে অনেকটাই এগিয়ে এটিকে মোহনবাগান। তবে সকলেরই লক্ষ্য কাপ জিতে মরশুম শেষ করা।