আজ ডেভলপমেন্ট লিগে জামশেদপুরের মুখোমুখি লাল-হলুদ

এবারের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি লাল-হলুদ (East Bengal) শিবির। শুরুতে সব ঠিক থাকলেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ মুখ থুবড়ে পড়তে থাকে ক্লডিয়াস সরণির এই ক্লাব

Jamshedpur vs East Bengal Football Match

এবারের আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি লাল-হলুদ (East Bengal) শিবির। শুরুতে সব ঠিক থাকলেও ম্যাচ এগোনোর সাথে সাথে ক্রমশ মুখ থুবড়ে পড়তে থাকে ক্লডিয়াস সরণির এই ক্লাব। যা দেখে হতাশ সমর্থকরা। তবে হতশ্রী পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ শেষ করলেও এবারের ডেভেলপমেন্ট লিগে যথেষ্ট ছন্দে রয়েছে তারা। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাব কে পরাজিত করার পর থেকে এখনো পর্যন্ত অপরাজিত থেকেছে ইমামি ইস্টবেঙ্গল। আজ ও সেই ছন্দ বজায় রাখতেই মরিয়া দলের ফুটবলাররা।

আজ বিকেল ৩ টে নাগাদ কল্যানীতে জামশেদপুর এফসির বিপক্ষে নামছে লাল-হলুদ ব্রিগেড। লক্ষ্য একটাই, বড় ব্যবধানে দলের জয় সুনিশ্চিত করা। গত ২৩ তারিখ নৈহাটি স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। ভালো খেলে ও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় সবুজ-মেরুন ব্রিগেড।তবে সময় মতো দলের সাক্ষাৎ পতন আটকে দেয় গোলরক্ষক আদিত্য পাত্র।

তবে আজ আর ড্র নয়। পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে মরিয়া ইস্টবেঙ্গল ব্রিগেড। কার্ড সমস্যা থাকায় গত ম্যাচে খেলতে পারেননি দলের ভরসাযোগ্য ফুটবলার জেসিন টিকে। তবে আজ তার মাঠে নামার সম্ভাবনা প্রবল। একই সাথে অধিনায়ক তুহিন দাসের পাশাপাশি আজ দলে দেখা যেতে পারে হিমাংশু জ্যাংড়াদের।