টোকিওর অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী লাভসিনা বরগোঁহাইয়ের (Lovlina Borgohain) ঝুলিতে বিশ্বচ্যাম্পিয়নের খেতাব ছিল না। ঘুষির জোরে সেই খেতাব তিনি ছিনিয়ে নিলেন। মহিলা বক্সিং বিশ্ব খেতাব লড়াইয়ে ৭৫ কেজি বিভাগে তিনি বিশ্বজয়ী।
অহম কন্যা লাভলিনা রবিবার সন্ধ্যায় লিখলেন আরও একটি সোনালি নজির। তাঁর আগে তিনজন ভারতীয় মহিলা বক্সার নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন। শনিবার থেকে ভারতে সোনালি ঝড় চলছে। রবিবারও সেই ঝড় অব্যাহত।
অতীতে দুবার ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকা লাভলিনা এবারেই প্রথমবারের মতো মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়াই করলেন। লাভলিনা পরাজিত করেছেন অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বীকে।
লাভলিনার জয়ের পর এবারের মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন খেতাব জয়ী হলেন চার ভারতীয় মহিলা বক্সার। এই নজির ভারতীয় বক্সিংয়ে আগে হয়নি। চার বিশ্বজয়ী মহিলা মুষ্ঠিযোদ্ধা পরবর্তী অলিম্পিকে দেশের হয়ে পদক জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিলেন।
আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ