সালটা ২০০১ হিন্দি চলচ্চিত্র জগতে এক মাইল ফলক হয়ে উঠল সানি দেওয়াল এবং এক তরুণীর ছবি গাদার এক প্রেম কথা। হ্যাঁ, তিনি আমিশা প্যাটেল। তাঁর অভিনয়ে রাতারাতি মুগ্ধ হয়েছিল গোটা দেশ। প্রথম থেকেই তাঁর মধ্যে ছিল একটু আলাদা ব্যাপার। ঠিক সেই কারণেই বোল্ড ফোটোশুট করতেও পিছু পা হননি অভিনেত্রী। বর্তমানে প্রায় ৫০ এর কাছাকাছি বয়স হতে চলেছে তাঁর, কিন্তু তাতেও যৌবনের আগুন বিন্দুমাত্র কমেনি।
বরং বলি পাড়ার নবাগত নায়িকাদের সহজেই টেক্কা দিতে পারেন অভিনয়ের পাশাপাশি রূপ এবং যৌবন সব কিছু মিলিয়ই বর্তমান প্রজন্মের রাতের ঘুম কারেন অভিনেত্রী। আর এবার আরও একবার এক ছবি প্রকাশ্যে এলো তাঁর। বেজ রঙের এক স্কার্ট পড়েছেন তিনি। তবে উন্মুক্ত রয়েছে স্তন। হ্যাঁ, ঠিকই পড়ছেন, নায়িকার উপরিভাগ সম্পূর্ণ ভাবে উন্মুক্ত। আর ছোট এক কোলবালিশ আকড়ে ধরে রয়েছেন তিনি। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট পাড়ায়।
View this post on Instagram
শুধু তাই নয়, নতুন প্রজন্ম ঘায়েল হয়েছে তাঁর এই রূপে। Dabbo Ratnani নামের এক ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে অভিনেত্রীর আগুন জ্বালানো এই ছবি। শহরের নামী হোটেলে সম্প্রতি ফটোশুট করেছেন তিনি। যা দেখে হতবাক সকলেই, অনেকেই কমেন্টে আগুনের গোলা দিয়েছেন কেউ দিয়েছেন বরফ। প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্ম সকলের নজরেই এখন আমিশা।