বিখ্যাত কাজিরাঙ্গা অভয়ারণ্যে (Kaziranga National Park) সাময়িক বন্ধ থাকবে হাতি সাফারি। অসম বনবিভাগ জানাচ্ছে, হস্তি উৎসবের কারণে এই সাফারি বন্ধের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পর্যটকরা দুদিন হাতি সাফারি করতে পারবেন না।
এপ্রিল মাসে অসমে শুরু হচ্ছে বিখ্যাত হস্তি উৎসব বা গজ উৎসব। এই উৎসবের সূচনা হয় ২০০৩ সালে। অসমের হস্তি মহোৎসবে শতাধিক হাতি অংশ নেয়। উৎসবের অন্যতম আকর্ষণ হাতির দৌড়, হাতি নিয়ে কুচকাওয়াজ ও তাদের ফুটবল ম্যাচ।
পূর্ব অসম বন্যপ্রাণ বিভাগীয় বনকর্তা রমেশ গগৈ জানিয়েছেন, দু’দিনের ‘গজ উৎসব-২০২৩’ আগামী ৬ এপ্রিল শুরু হবে। উৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এই উৎসবের কারণে এপ্রিল মাসের দু’দিন কাজিরাঙ্গা অভয়ারণ্যে জিপ ও হাতির সাফারি বন্ধ থাকবে। পিটিআই জানাচ্ছে, গজ উৎসবে অংশ নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অসমে আসবেন।
অসমের গজ উৎসবের অন্যতম লক্ষ্য, এশিয়াটিক হাতির সংরক্ষণ বার্তা দেওয়া। অসমে ক্রমবর্ধমান মানব-হাতি সংঘাত সমাধানের উপায় খুঁজে বের করার জন্য এই অনুষ্ঠানটি হয়।