এবারের আইএসএলে প্রায় ১২ টি ম্যাচ অপরাজিত এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) গোলকিপার বিশাল কাইথ (Vishal Kaith)। ভেঙে দিয়েছেন গতবারের ক্লিন শিটের সমস্ত রেকর্ড। যারফলে, আইএসএলের সেমিফাইনাল খেলার আগেই জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস। তবে তিনি একা নন সেই একই ছন্দেই সবুজ-মেরুন জার্সিতে খেলে চলেছেন বাঙালি ফুটবলার তথা এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল (Pritam Kotal)।
শেষ সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ট্রাইবেকারে তার গোলেই ফাইনালে উঠেছে দল। তবে এসবের পরেও থেকে গিয়েছে একরাশ হতাশা। আসন্ন টুর্নামেন্টের জন্য ভারতীয় ফুটবল দলের তরফ থেকে ২৩ জনের যে তালিকা নথিভুক্ত করা হয়েছে তাতে উপেক্ষিত থাকলেন বিশাল ও প্রীতমরা। যা দেখে হতাশ ফুটবলপ্রেমীদের একটা বিরাট অংশ।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ দলের খেলোয়াড়দের যে তালিকা সকলের সামনে তুলে ধরেছেন তাতে অদ্ভুতভাবে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় থাকলেন বিশাল, প্রীতম ও মহেশরা।অর্থাৎ খেলতে গিয়ে কেউ চোট আঘাতে কাহিল হলে, তবেই ডাক পাবেন এই তারকা ফুটবলাররা। বলাবাহুল্য, বিশাল-প্রীতমের পাশাপাশি এবছর লাল-হলুদ জার্সিতে যথেষ্ট চনমনে থেকেছেন মহেশ সিং। একাধিকবার বিপক্ষের চিন্তার কারন ও হয়ে দাঁড়িয়েছেন তিনি, অথচ তাকে দলে না রাখাই বিস্মিত অনেকেই।
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ত্রিদেশীয় টুর্নামেন্ট। যেখানে ভারতের পাশাপাশি খেলতে দেখা যাবে মায়ানমার ও কিরগিজ রিপাবলিকের মতো দেশ কে। তার আগে আজ থেকেই কলকাতায় প্রস্তুতি শিবির শুরু করছেন স্টিমাচ। এক্ষেত্রে নির্ধারিত ২৩ জনের মধ্যে ১৪ জন খেলোয়াড় আজ থেকে শিবিরে যোগ দিলেও বাকি খেলোয়াড়রা রয়ে গিয়েছেন বেঙ্গালুরু এফসি ও এটিকে মোহনবাগানে। জানা গিয়েছে, আগামী ১৮ মার্চ আইএসএলের ফাইনাল শেষ করে ১৯ মার্চ শিবিরে অংশগ্ৰহন করবেন বাকিরা।