Largest cancer research: মুম্বইকে ভুলিয়ে উত্তর-পূর্বে ক্যানসার রোগীদের পথে দেখাচ্ছে হিমন্ত-সরকার

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্যানসার গবেষণা ও চিকিৎসা কেন্দ্র (Asia’s largest cancer research) তৈরি হচ্ছে অসমে (Assam)। এমনই জানিয়েছে এ রাজ্যের স্বাস্থ্য দফতর।

Assam to have southeast Asia’s largest cancer research facility

অতদূর মুম্বই যেতে হবে না। তুলনামূলক কম দূরত্বের শহরেই মিলবে অত্যাধুনিক ক্যানসার চিকিৎসা। এতে পশ্চিমবঙ্গবাসীদের খরচ কম হবে। বিশেষত উত্তরবঙ্গবাসীদের জন্য এই ক্যানসার গবেষণা প্রতিষ্ঠানটি অনেক চিন্তামুক্ত করবে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্যানসার গবেষণা ও চিকিৎসা কেন্দ্র (Asia’s largest cancer research) তৈরি হচ্ছে অসমে (Assam)। এমনই জানিয়েছে এ রাজ্যের স্বাস্থ্য দফতর।

Advertisements

শনিবার গুয়াহাটির আমিনগাঁওতে ক্যানসার গবেষণা কেন্দ্র তৈরি করার পরিকল্পনার কথা জানানো হয়। অসমের এই গবেষণা কেন্দ্রটি শুরু করার যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় অসমের স্বাস্থ্য দফতর।

Advertisements
   

এই ক্যানসার গবেষণা প্রকল্পের পরিকল্পনায় আছেন ডক্টর ডি নরি। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যান্সার বিশেষজ্ঞ। এছাড়া এইমস, আইআইটি গুয়াহাটি ও গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যাপকরা গবেষণা সংস্থাটির সাথে জড়িত থাকবেন।