অন্যান্য বছরের মতো এবার আইএসএল শেষ হলেই পুরোপুরি ভাবে শেষ হবে না ফুটবল মরশুম। ফেডারেশনের ঘোষণা অনুযায়ী আগামী মাসের শুরু থেকেই চালু হচ্ছে সুপার কাপ (Super Cup)। যেটি গোটা দেশের সর্ববৃহৎ ফুটবল কাপ। তাই আইএসএলের পরে ও এবার মাঠ কাঁপাতে দেখা যাবে হুগো বুমোস সহ দিমিত্রির মতো ফুটবলারদের। নির্ধারিত সূচি অনুসারে আগামী ১০ এপ্রিল থেকে নিজেদের অভিযান শুরু করবে হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তবে কলকাতার দুই প্রধানের তুলনা করে দেখলে লাল-হলুদ শিবিরের থেকে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছে এটিকে মোহনবাগান।
গতকাল এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়, এবারের আইএসএল থেকে মোট ১১টি দলকে সুপার কাপ খেলার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি এবারের আইলিগ থেকে ও মোট ৫টি দলকে খেলার সুযোগ দেওয়া হবে। উভয় দিক থেকেই বাছাই পর্বের পরিপ্রেক্ষিতে দল গুলিকে বেছে নেওয়া হবে। যারা এবারের সুপার কাপের বিজয়ী নির্বাচিত হবে, তাদের এফসি কাপ খেলার সুযোগ দেওয়া হবে।
সেইমতো আগমী ১০ এপ্রিল আইলিগের বাছাই পর্ব থেকে উঠে আসা দল হিসেবে নেরোকা এফসি কিংবা গোকুলম কেরালার বিরুদ্ধে খেলবে এটিকে মোহনবাগান। তারপর ফের ১৪ এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামবে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। সেইসাথে ১৮ এপ্রিল গোয়ার সাথে গ্রুপের শেষ ম্যাচ খেলবে প্রীতম কোটালরা।
জানা গিয়েছে এবারের গোটা টুর্নামেন্ট টি আয়োজিত হতে চলেছে কেরালায়। এক্ষেত্রে কেরালার দুটি স্টেডিয়াম কেই বেছে নেওয়া হয়েছে ফেডারেশন কতৃপক্ষের তরফ থেকে। সেইমতো এখন থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে বেশকিছু ফুটবল ক্লাব।