হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। এরই সঙ্গে ছিঁড়েছে ডান পাঁজরের পেশি। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহুর্তে বড় ধরনের চোটের আঘাত থেকে সুস্থ হতেই শুটিং ছেড়ে মুম্বই ফিরেছেন তিনি। তিনি জানিয়েছেন, নড়াচড়া এবং শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে।
তিনি জানিয়েছেন, নড়াচড়া করতে এবং নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগবে বলে ব্লগে নিজেই জানিয়েছেন অভিনেতা। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, সমস্ত কাজ যা যা ছিল সমস্ত কিছু বাতিল করা হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত জলসায় থেকেই সুস্থ হয়ে কাজে ফিরবেন তিনি। তিনি জানিয়েছেন, ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। কিন্তু প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।
প্রতি রবিবার নিয়ম করে জলসায় নিজেদের ফ্যানদের সঙ্গে দেখা করেন বর্ষীয়ান অভিনেতা। কিন্তু চোটের কারণে দেখা করতে পারেননি। ব্লগে সেই কথাও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে পারব না। যারা জলসার সামনে উপস্থিত হবেন না। সুস্থ হলেই আমি জানিয়ে দেব।
এর আগে কুলি ছবির সেটে চোট পান অমিতাভ বচ্চন। সেবার তলপেটে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। কয়েক সপ্তাহ কাটাতে হয়েছিল হাসপাতালে। সোমবার তাঁর অসুস্থতার খবর পেয়েই দ্রুত আরোগ্য কামনা করছেন অমিতাভের অনুরাগী থেকে চলচ্চিত্র জগতের মানুষজন।