ইস্টবেঙ্গল (East Bengal) এফসির সহকারী কোচ থোরহাল্লুর সিগেইরসন (Thórhallur Siggeirsson) বুধবার তার পদ থেকে পদত্যাগ করেছেন। সুত্রের খবর, এদিন তিনি তার পদত্যাগ পত্র ক্লাব ম্যানেজমেন্টকে পাঠিয়েছেন৷ তবে, সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি৷
দলের অন্দরে একরাশ ক্ষোভ। হেড কোচ স্টিফেন কনস্টান্টাটাইনের পদত্যাগ নিয়ে ঘরে বাইরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে সহকারি কোচের পদ থেকে ইস্তফা দিলেন এদিন ট্যুইট করে কথা নিজেই জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, সমস্ত সুন্দর মুহুর্ত নিয়ে আমি ইস্টবেঙ্গল ছাড়ছি। আমি অন এবং অফ দ্য ফিল্ডে অনেকগুলো সুন্দর মুহুর্ত পেয়েছি৷ ক্লাব এবং সমর্থকদের জন্য অনেক শুভেচ্ছা।
চলতি মরশুমে আইএসএলে বিপর্যয় দেখা দিয়েছিল। লিগ টেবিলে দশম স্থানে শেষ করেছে লাল হলুদ শিবির৷ দলের বিপর্যয়ের পর বোর্ড মিটিয়ে বসতে চলেছে দল৷ সেখানেই স্টিফেনকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে তাঁরা৷ তার মধ্যেই সহকারী কোচের পদত্যাগ, আরও একবার দলকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে৷
আইসল্যান্ডের থোরহাল্লুর সিগেইরসনকে (Thórhallur Siggeirsson) সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। বিনো জর্জের পাশাপাশি ৩৫ বছর বয়সী এই প্রশিক্ষক স্টিফেনকে (Stephen Constantine) দলের কাজে সাহায্য করার জন্য৷
#BREAKING | East Bengal FC assistant coach Thórhallur Siggeirsson has stepped down from his role today.
"I leave taking with me all the good moments I've experienced on and off the pitch and wish the club and fans all the best."#EBFC | #TorchBearers | #ISL pic.twitter.com/P8Tjwm3my2
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 1, 2023
প্রশিক্ষক হিসেবে সিগেইরসনিয়ে (Thórhallur Siggeirsson) বয়স তুলনামূলকভাবে কম। রয়েছে উয়েফা এ লাইসেন্স। প্রশিক্ষক হিসেবে দল সামলানোর অভিজ্ঞতা রয়েছে। ইস্টবেঙ্গলের (East Bengal) দায়িত্ব নেওয়ার আগে তিনি ছিলেন Knattspyrnufélagið Þróttur দলের দায়িত্বে।
দল বদলের বাজারে একের পর এক চমক দিয়েছিলেন ইমামি এবং ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। নিশ্চিত করা হয়েছিল একাধিক তারকা ও উঠতি খেলোয়াড়কে। ফুটবলার রিক্রুট করলেও অনুশীলনের শুরু থেকে কোচের সহকারী হিসেবে বিশেষ কেউ ছিলেন না। সেই শূন্য স্থানটিকে ক্রমশ ভরাট করে নিচ্ছে ক্লাব। আইসল্যান্ডের তরুণ প্রশিক্ষক দলের জন্য আগামী দিনে কার্যকরী হয়ে উঠতে পারেন বলে লাল-হলুদ (East Bengal) সমর্থকরা আশা করছেন। কিন্তু, সমর্থকদের আশা তিনি পূরণ করতে পারেননি৷