ত্রিপুরা বিধানসভা (Tripura Election 2023:) নির্বাচনের Exit Poll ঘোষণার পর শাসক বিজেপির হাসি চওড়া। তবে বিরোধী শিবিরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, টাকা দিয়ে এই সমীক্ষা করানো হয়েছে। আরও একধাপ এগিয়ে বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণের দাবি, দুই অংকের ঘরে যাবে না শাসক দল।
ত্রিপুরায় গত বিধানসভা ভোটের পর সে রাজ্যে বাম জমানার অবসান হয়। বিজেপি জোট সরকার গড়েছে। এবারের ভোটের পর বিজেপি দাবি করে তারাই ফের সরকার গড়ছে। সোমবার যে এক্সিট পোল বের হয়েছে তাতে একাধিক সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে ফের বিজেপিরই সরকার হচ্ছে।
এক্সিট পোল টাকা দিয়ে করিয়েছে বিজেপি এমনই অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন স্বাস্খ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। তিনি বিজেপি জোট সরকার ছেড়ে ফের কংগ্রেসে ফিরে এসে গত উপনির্বাচনেও আগরতলা থেকে জয়ী হয়েছেন। এবারেও তিনি কংগ্রেসের প্রার্থী। সুদীপ রায় বর্মণের সরাসরি দাবি এক্সিট পোলে যা দেখানো হয়েছে তা তো হবেই না বরং দুই অংকের ঘরে ঢুকতে পারবে না শাসক দল বিজেপি।
সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন সুদীপ বর্মণের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, আশিস কুমার সাহা সহ প্রদেশ নেতৃত্ব। সুদীপবাবুর দাবি, কর্মীদের মনোবল ধরে রাখতে এক্সিট পোলে বিপুল জয়ের কৌশল নিয়েছে বিজেপি।