Panchayat Election: রাজ্যের পঞ্চায়েত ভোটের ঘন্টা বাজতে চলেছে

বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) হাওয়া বইতে শুরু করেছিল। ক মিশনের ঘোষণার অপেক্ষা না করে নিজ নিজ প্রচারে জোর দিয়েছিল সমস্ত দলগুলি৷

assembly by election will be held in 9 constituencies in west bengal within next six months, আগামীতে বাংলার কোন কোন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন?

বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচনের (panchayat election) হাওয়া বইতে শুরু করেছিল। ক মিশনের ঘোষণার অপেক্ষা না করে নিজ নিজ প্রচারে জোর দিয়েছিল সমস্ত দলগুলি৷ এবার জোরকদমে ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। ভোটকর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ দেওয়া হল কমিশনের তরফে৷ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবিষয়ে৷ বেশ কিছু ফর্ম্যাটে বদল এনেই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে৷

ফেব্রুয়ারি মাস শেষের দিকে। তাই যে কোনও মুহুর্তে ভোটের নির্ঘন্ট ঘোষণা করতে পারে কমিশন৷ কারণ, পঞ্চায়েত ভোটের জন্য আসন সংরক্ষণের কাজ শেষ হয়েছে৷ পাশাপাশি ভোটারদের খসড়া তালিকাও প্রকাশ হয়েছে। তাই এখন ভোটকর্মীদের তালিকা নির্বাচন কমিশন চাইতেই অনেকে বলছেন ভোটের ঘন্টা বাজল বলে।

   

২০২৩ সালে তা বেড়ে হচ্ছে ৫,৬৬,৮৬,১১৯ জন। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লক্ষ ৫১ হাজার ১১৭। যেখানে ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিল ৫,০৮,৩৫০০২ জন। অর্থাৎ, গতবারের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই বাড়ানো হয়েছে আসন সংখ্যা৷ এবার ৬৩ হাজার ২২৯টি আসনে পঞ্চায়েত নির্বাচন হবে।

এমনিতেই নির্বাচনের তোড়জোড় এখন থেকেই শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি৷ স্থানীয় ইস্যু থেকে শুরু করে রাজ্য রাজনীতির একাধিক ইস্যুকে সামনে রেখে প্রচার করছে সমস্ত দল৷ দুর্নীতির অভিযোগের বোঝা যে শাসক দলের ওপর চেপেছে, তা থেকে মুক্ত হওয়া সোজা৷ প্রশ্ন উঠছে ক্রমাগত৷