কী এমন হল? আগরতলার রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়ে গেছে। সরকারে থাকা দল বিজেপির সব প্রার্থীদের একসাথে জরুরি তলব করা হয়েছে। ত্রিপুরা প্রদেশ বিজেপি দফতর সূত্রে বিশেষ কিছু জানানো হয়নি। এতে আরও সরগরম রাজনৈতিক মহল।
গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন (Tripura Election 2023) অনুষ্ঠিত হয়ে গেছে। ফল ঘোষণা হবে ২ মার্চ। বেশিরভাগ প্রার্থীরা এতদিন নিজ নিজ কেন্দ্রেই ছিলেন। কিছু ক্ষেত্রে রটেছে কয়েকজন পালিয়ে যেতে মরিয়া। এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়।
ভোট মিটতেই বিজেপি সিপিএমের মধ্যে সংঘর্ষ বেড়েছে। এক বাম নেতাকে খুনের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় হামলায় দুই দলের একাধিক জখম। এদিকে ভোট মিটতেই রটে যায় রাজ্য থেকে পালাবেন মন্ত্রীরা। বিভিন্ন জেলার বিজেপি নেতাদের আচমকা বাংলাদেশ চলে যাওয়া নিয়েও কটাক্ষ চলছে।
বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেছেন রাজ্যে ফের বিজেপিরই সরকার হবে। এদিকে মন্ত্রী রামপ্রসাদ পাল ভিডিও বার্তায় বলেন, যদি জনগণ চায় তাহলে বিরোধী আসনে থেকেও কাজ করতে হবে। তিনি দাবি করেন, রাজ্য ছেড়ে পালানোর কথা সম্পূর্ণ গুজব।
শুক্রবার বিজেপির দফতরে বিশেষ বৈঠকে হাজির মন্ত্রী ও বিধায়কদের কী বার্তা দেবেন সাংগঠনিক নেতারা তা নিয়েও চর্চা তুঙ্গে। সূত্রের খবর, প্রায় সব প্রার্থীর মুখে তেমন হাসি নেই।