Partha Chattopadhyay: জেলের অন্দরে ছিঁচকে চোরেদের অত্যাচারে অতিষ্ঠ ‘চাকরি চোর’ পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় জুলাই মাস থেকে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। তারপর থেকে শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

Former Education Minister Partha Chatterjee

short-samachar

নিয়োগ দুর্নীতি মামলায় জুলাই মাস থেকে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। তারপর থেকে শারীরিক অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা আসলেই যে হেভিওয়েট, তা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে দলের মধ্যেই৷ এবার জেলের মধ্যে টিপ্পনীর শিকার হয়েছেন পার্থ৷

   

সূত্রের খবর, জেলের মধ্যেই তাঁকে টিপ্পনীর শিকার হতে হচ্ছে৷ কখনও জেলের লনে ঘোরার সময়, আবার কখনও জেলের ভিতরেই, তাঁকে দেখেই মোটা অথবা মোটু বলে টিপ্পনী করছেন জেলের ছিঁচকে চোরেরা৷ সেটা দেখেই বেজায় চটেছেন পার্থ। এরপরেই পার্থর সেলের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওই দুই জনকে।

এর আগে জঙ্গী মুসার তাড়া খেয়ে ঠোঁট ফাটিয়েছেন পার্থ৷ তাঁর চিকিৎসার জন্য উপস্থিত হয় মেডিকেল টিম৷ বারবার আদালতের কাছে পার্থ জানিয়েছেন, তাঁর শরীর ভালো নেই। এখন আবার যে সমস্ত ঘটনা ঘটছে, সেটা মোটেই সুখকর নয় বলে দাবি করছে পার্থর ঘনিষ্ঠ বৃত্তের লোকজন।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর পার্থকে হেফাজতে নিয়েছে সিবিআই৷ পার্থ সহ শিক্ষা দফতরের প্রাক্তন আধিকারিকদের প্রায় সকলেই এই মুহুর্তে জেলবন্দী৷ নিত্যদিন তাঁদের দুর্নীতির বিরাট রহস্যজাল ভেদ করছে তদন্তকারী সংস্থা। উঠে আসছে শাসক দলের একাধিক নেতাদের যোগও৷ আগামী দিনেও গ্রেফতারের সংখ্যা বাড়বে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।