হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ফাইনাল ম্যাচ হবে গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এই জবরদস্ত লড়াইটি হবে ১৮ মার্চ, শনিবার। সরকারি ভাবে এই ঘোষণা করা হয়েছে৷ সঠিক ও সুষ্ঠভাবে অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠ ও উন্নত পরিকাঠামোর জেরেই ফাইনালের গোয়ার মাঠকে বেছে নেওয়া হয়েছে৷
একই সঙ্গে আয়োজকদের পক্ষে ফাইনালের টিকিট সংক্রান্ত আপডেটও হয়েছে৷ ফুটবলপ্রেমীরা এই ফাইনাল দেখার জন্য অনলাইন টিকিট বুক করতে পারবেন ৫ মার্চ থেকে৷ অনলাইনে টিকিট পাওয়া যাবে BookMyShow.com এ। এই ফাইনালকে কেন্দ্র করেই গোয়ায় ওই সময় হবে এক ফুটবল কার্নিভাল৷ তাতে ফুটবলপ্রেমীরা সপরিবার অংশ নিতে পারবেন এবং ফুটবলের যাবতীয় আনন্দ উপভোগ করতে পারবেন। শুধু গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচ দেখা নয়, তার বাইরেও নানা রকমের বিনোদনের ব্যবস্থা থাকবে ফুটবলপ্রেমীরা ও তাদের পরিবারের জন্য। সব মিলিয়ে হিরো আইএসএল ফাইনাল দেখতে গিয়ে গোয়ায় ছোটখাটো এক বেড়ানোরও পরিকল্পনা করে ফেলতে পারেন।
📅 March 18th, 2023
📍PJN Stadium, GoaThe #HeroISL 2022-23 final awaits your presence.#LetsFootballhttps://t.co/sQXWQ2vfla
— Indian Super League (@IndSuperLeague) February 20, 2023
এই বারের হিরো আইএসএলে প্লে-অফের লড়াই তুমুল জমে ওঠে বেশিরভাগ দল সেই দৌড়ে অংশ নেওয়ায়। অবশেষে লিগের ২১তম সপ্তাহের পরে লিগশিল্ড জয় করে নেয় মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স প্লে-অফে তাদের জায়গা পাকা করে ফেলেছে। শেষ স্থানটির জন্য আপাতত লড়াই ওডিশা এফসি ও এফসি গোয়ার মধ্যে। গোয়ার দল প্লে-অফে উঠুক বা না উঠুক, সেখানকার ফুটবলপ্রেমীরা তা জানার আগেই পেয়ে গেল আর এক খুশির খবর।
হিরো আইএসএলের প্লে-অফ পর্ব শুরু হতে চলেছে ৩ মার্চ থেকে। দু’টি নক আউট, চারটি সেমিফাইনালের পর ফাইনালের লড়াই হবে ১৮ মার্চ।