পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র মেঘালয়ে (Meghalaya) শক্তি দেখিয়ে ভোটে নামছে তৃ়ণমূল কংগ্রেস (TMC) । এ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Meghalaya Election 2023) শাসক এনপিপি বনাম বিরোধী দল টিএমসির মূল লড়াই। ভোটের আগে সরকারের জীবন ঘড়ি প্রকাশ করে শোরগোল ফেলে দিল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের সফরের আগেই চমক তৈরি করলেন মুকুল সাংমা।
মেঘালয়ের বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা মঙ্গলবার একটি ডিজিটাল ঘড়ি উদ্বোধন করেন। তিনি বলেন এই ঘড়ির সময় বলে দিচ্ছে রাজ্যের এনপিপি সরকারের মেয়াদের সমাপ্তি কবে হবে। রাজ্যে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। ফলাফল ঘোষণা ২ মার্চ।
মেঘালয় প্রদেশ তৃণমূল কংগ্রেসের দাবি, হাইটেক যুগের ডিজিটাল ঘড়িতে যে সময় ফুটে উঠছে তা কনরাড সাংমার নেতৃত্বে চলা এনপিপি জোট সরকারের শেষ মুহূর্ত। মুকুল সাংমার দাবি, এটি এমন একটি ঘড়ি যা রাজ্যে এনপিপি-নেতৃত্বাধীন এমডিএ সরকারের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে।
এদিকে মুকুল সাংমাকে নিয়েই তৃণমূলের অন্দরে চাপা গুঞ্জন তিনি ফের দল বদলাতে পারেন। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন। এ রাজ্যে কংগ্রেস হারিয়েছে বিরোধী দলের তকমা। সূত্রের খবর, ভোট পরবর্তী সময়ে মুকুল সাংমা কংগ্রেসে ফেরার পথ খুলে রেখেছেন। এদিকে নির্বাচনী প্রচারে রাজ্যে এসে টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মু়খ্যমন্ত্রী কনরাড সাংমা কয়লা কেলেঙ্কারিতে জড়িত।