Sumit Nagal: স্বপ্নের দৌড় শেষ! চেন্নাই চ্যালেঞ্জারের শিরোপা সুমিতের ‘নাগালে’র বাইরেই

চেন্নাই চ্যালেঞ্জারে (Chennai Challenger) হার সুমিত নাগালের (Sumit Nagal)। সেমিফাইনালে পরাজিত তারকা ভারতীয় টেনিস খেলোয়াড়।

Indian tennis player Sumit Nagal

চেন্নাই চ্যালেঞ্জারে (Chennai Challenger) হার সুমিত নাগালের (Sumit Nagal)। সেমিফাইনালে পরাজিত তারকা ভারতীয় টেনিস খেলোয়াড়। সুমিত নাগালের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন তাঁর আমেরিকান প্রতিপক্ষ নিকোলাস মোরেনা। স্ট্রেট সেটে উড়ে গেলেন সুমিত নাগাল।

চেন্নাই চ্যালেঞ্জারের শিরোপা তাঁর নাগালের বাইরেই থেকে গেল। ম্যাচের ফলাফল নাগালের বিরুদ্ধে ৬-৪, ৬-২। আমেরিকার প্রতিপক্ষ নিকোলাস বড় বড় সার্ভের কাছে ম্যাচ হারলেও এটিপি রাঙ্কিংয়ে উন্নতি নাগালের। বিশ্বে ক্রম তালিকায় ৫০৬ নম্বরে। চেন্নাইতে পারফরম্যান্সের ৯০ ধাপ উন্নতি রাঙ্কিংয়ে। চেন্নাই চ্যালেঞ্জারে কোয়ালিফায়ার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন নাগাল।

বিশ্ব রাঙ্কিংয়ে প্রথম ৪০০তে ঢুকে পড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে। কোয়ার্টার ফাইনালে নাগাল মুখোমুখি হয়েছিলেন ব্রিটেনের জে ক্লার্কের। ক্রমতালিকায় ২১৯ নম্বরে থাকা আমেরিকান মোরেনার বিরুদ্ধে ম্যাচের প্রথম সেটে একাধিক ব্রেক হয়। নিজের দ্বিতীয় সার্ভে নাগাল এদিন মাত্র ১১ শতাংশ পয়েন্ট পান। মোরেনোর প্রথম সার্ভিসে ৭৬ শতাংশ পয়েন্ট পার্থক্য গড়ে দেয়। নাগাল এর পর খেলবেন বেঙ্গালুরু চ্যালেঞ্জারে।

সোমবার থেকেই শুরু হবে এই টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় তিনি মূলপর্বে ওয়াইল্ড কার্ডে প্রবেশাধিকার পেয়েছেন। এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় তারকা সোমদেব দেববর্মনের প্রশিক্ষণে রয়েছেন এই ২৫ বছরের তারকা।