নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) বৃহস্পতিবার আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)৷ গত কয়েক মাসের মতো এই মাসের শেষেও জামিন পেলেন না পার্থ৷ বরং জামিন খারিজ করে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে৷ তাই নির্বিকার পার্থ এদিন প্রশ্নের উত্তর দিলেন মাত্র তিনটি শব্দে৷ সবাই ভালো থাকুন৷
এদিন পার্থ সহ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় আরও ৭ জনকে আদালতে পেশ করে সিবিআই৷ কিন্তু আদালতে সওয়াল জবাব পর্বে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারক৷ পার্থ সম্পর্কে শুধুমাত্র প্রভাবশালী তকমা আর কত দিন কাজ করবে? আকারে ইঙ্গিতে সেটাই প্রশ্ন তুলেছেন বিচারক৷ একইসঙ্গে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
গত ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ। এরপর একে একে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষা দফতরের প্রাক্তন কর্তারা জেলে গেছে৷ জেলবন্দী বেশ কয়েকজন মিডলম্যান৷ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায় তদন্তকারী সংস্থার কাছে জানিয়েছে তাঁর বাড়িতে উদ্ধার হওয়া টাকা পার্থর৷ একইসঙ্গে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ জানিয়েছে, পার্থকে ১০ লক্ষ টাকা দিয়েছে সে৷ অর্পিতার বাড়িতে থাকা টাকার মধ্যে পার্থর টাকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।।
বৃহস্পতিবার এবিষয়ে মুখ খুললেন না প্রাক্তন মন্ত্রী৷ এদিন সাংবাদিকদের তরফে জিজ্ঞেস করা হয়, ইডি চার্জশিটে দাবি করেছে যে, অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, টাকা ও সোনা সবই আপনার। কী বলবেন? একইসঙ্গে কুন্তল ঘোষ জানিয়েছে, যে আপনাকে ১০ লক্ষ টাকা দিয়েছিল… উত্তরে পার্থ বললেন “সবাই ভাল থাকুন।’’