রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুূ্ব্ধ সরকারি কর্মচারিদের (Government employees) হুঁশিয়ারি। অবিলম্বে ডিএ (DA) বকেয়া মেটান। তা না হলে অচল হয়ে যাবে সরকারি অফিস। এমনই হুঁশিয়ারি বারবার দিচ্ছেন কর্মচারিরা। বাজেটে তিন শতাংশ ডিএ বরাদ্দ নিয়ে ক্ষোভ তৃণমূলপন্থী সরকারি কর্মচারিদের মধ্যেও। আর বামপন্থী কো অর্ডিনেশন কমিটিও ক্ষুব্ধ। সবমিলে রাজ্য সরকারি কর্মচারিদের বিদ্রোহের মুখে মমতা সরকার।
এদিন বাজেটে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেবে রাজ্য সরকার। মার্চ মাস থেকেই বাড়তি মহার্ঘভাতা পাওয়া যাবে।
বাজেটে এই ঘোষণা একেবারেই মানতে নারাজ সরকারি কর্মচারীদের আন্দোলনকারী যৌথ মঞ্চ। আগামী দিনে বিরাট কর্মবিরতির ডাক দিতে চলেছেন তাঁরা। সন্ধ্যেবেলাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে অবশ্য পঞ্চায়েত নির্বাচন থেকে অব্যহতি দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে আজ অবধি ডেডলাইন দিয়েছিলেন সরকারি কর্মচারীরা। আগামী দিনে সেই আন্দোলনের ঝাঁঝ বাড়বে। এমনটাই আন্দাজ করা হচ্ছে। অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।