পশ্চিমবঙ্গে ঢুকছিল কোটি কোটি টাকার চোরাই সোনা। সেই সোনা বাজেয়াপ্ত করা হলো সীমান্তের কয়েকগজ দূরে। বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) এই অভিযানে কমপক্ষে ৯ কোটি টাকার চোরাই সোনা উদ্ধার করা হয়েছে। ৮.৯৭৪ কেজি ওজনের ৬০টি সোনার বার সহ একটি প্রাইভেট কার আটক করা হয়। (Gold smuggling)
বিজিবি জানিয়েছে বাংলাদেশ থেকে ভারত সীমান্ত পার করে পশ্চিমবঙ্গের দিকে প্রায় প্রতিদিনই কোটি কোটি টাকার সোনা পাচারের বিরুদ্ধে টানা অভিযান চলছে। প্রতিটি অভিযানে বিপুল পরিমাণ চোরাই সোনা উদ্ধার করা হচ্ছে। মঙ্গলবার তেমনই এক অভিযান চালায় । বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ও খুলনা ব্যাটেলিয়ন।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে সাদা রংয়ের একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-গ-৩৫-৯৫৭৭) চোরাই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরের অভিমুখে আসছে। সেই গাড়ি চিহ্নিত করে বিজিবি। তাড়া খেয়ে পালানোর সময় গাড়ি চালক নিয়ন্ত্রন হারালে সেই গাড়ি খাদে পড়ে যায়। চালক পলাতক। গাড়ি তল্লাশি করে বিজিবি ৬০টি সোনার বার বাজেয়াপ্ত করেছে।
বাংলাদেশ থেকে চোরাই সোনার চালান সব থেকে বেশি হয় পশ্চিমবঙ্গে। দুই দিকের সোনা পাচারকারীরা রাজনৈতিক সংযোগ রেখে চলে। তারা বিশেষ প্রভাবশালী।