প্রধানমন্ত্রী মোদীর আগরতলায় নির্বাচনী জনসভার (Tripura Election 2023) কিছু দূরে রাজনৈতিক সংঘর্ষে তীব্র উত্তেজনা। কংগ্রেস ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে পরিস্থিতি সরগরম। এদিকে আগরতনার আস্তাবল ময়দানে (স্বামী বিবেকানন্দ ময়দান) প্রচার মোদীর। সেখানে বিজেপি সমর্থকদের ঢল নেমেছে।
সভাস্থলটি ৬-আগরতলা বিধানসভার মধ্যে পড়ে। এখানকার বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে বিজেপির প্রার্থী পাপিয়া দত্ত। তিনি বলেন, এবার আর এই কেন্দ্রে জয়ের আশা নেই সুদীপ বর্মণের। তাই হিংসা ছড়িয়ে ভোটে জেতার পরিকল্পনা করেছে কংগ্রেস।
এই বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস তথা সুদীপ বর্মণের খাস এলাকা। কার্যত তিনি যখন যে দলে থাকেন সেই দল জয়ী হয়। কংগ্রেস থেকে বিজেপি ঘুরে ফের কংগ্রেসে এসেছেন সুদীপ বর্মণ। তিনি কংগ্রেসের তরফে হামলার অভিযোগ উড়িয়ে দেন।
প্রধানমন্ত্রীর জনসভা স্থল থেকে কয়েকশো মিটার দূরে রাধা মাধব মন্দির সংলগ্ন এলাকায় কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে গুরুতর আহত বহু। ভাঙচুর গাড়ি, বাইক।
বিজেপি মন্ডল অফিসে এবং প্রচারের গাড়ি সহ একাধিক বাইক, স্কুটি ভাঙা হয়। মারধর করা হয় কংগ্রেসের প্রচার গাড়ি চালককে। অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়