দুর্দান্ত অ্যাক্রোবেটিক গোলে জেক জার্ভিস (Jake Jarvis) গোলের খাতা খুললেন ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে। তার চোখ ধাধানো গোল দেখে ভীষণ খুশি হয়েছে ফ্যানেরা। ” মরশুমে প্রথম ম্যাচে গোল করলাম। দল হিসেবে চেষ্টা চালালাম পয়েন্ট পাওয়ার।বেশ ভালো লেগেছে।” – খেলা শেষে এমনটাই বলেছেন ইস্টবেঙ্গলের নতুন আগত বিদেশি।
ক্লেটন সিলভার সাথে তার জুঁটি দারুণ জমেছে প্রথম ম্যাচে । বেশ দৃষ্টিনন্দন লেগেছে দুজনের যুগলবন্দী।নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচে এরকম খেলা কি বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তাকে পরবর্তী ম্যাচ গুলোর জন্যে।এই বিষয় প্রশ্ন করা হলে জার্ভিস বলেছেন, প্রথম ম্যাচে গোল করে ভীষণ খুশি তিনি।এবং এমন পারফরম্যান্স তাকে পরের ম্যাচ গুলোতে প্রেরণা যোগাবে।অবশ্য ইস্টবেঙ্গলে খেলতে আসার আগে শুধু বসে সময় কাটেনি তার,নিয়মিত ব্যক্তিগত অনুশীলন চালিয়েছেন।
A goal for the ages! 🔥
Jake’s goal last night is our Emami EBFC Moment of the Match! 🔴🟡#JoyEastBengal #EBFCNEUFC pic.twitter.com/RW0EtIJYGz
— East Bengal FC (@eastbengal_fc) February 9, 2023
দলের নতুন আক্রমণ ভাগের বিদেশি ফুটবলারের প্রশংসা শোনা গেছে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইনের মুখেও।প্রথম ম্যাচে জার্ভিসের পারফরম্যান্স ভালো লেগেছে তার,মরসুমের বাকি ম্যাচ গুলোতে তার পারফরম্যান্সের দিকেই এখন জার্ভিসের পারফরম্যান্সে লক্ষ্য স্টিফেন কনস্টানটাইনের।ভারতে আসার পর চুক্তি সারতে সমস্যা হয়েছিল জার্ভিসের।ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান থাকায় এই সমস্যা।ওই সময় সাইডলাইনে থাকলেও প্রাক্টিস চালিয়ে গেছেন তিনি।প্রথম ম্যাচেই তার ফল পেয়ে গেলেন।