তুরস্ক ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে (earthquake) প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। এখানে ৪০০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং ৫৫০০টিরও বেশি ভবন ধসে পড়েছে। ভাইস প্রেসিডেন্ট নাজাহ আল-আত্তার বলেছেন, ধ্বংসস্তূপের মধ্যে থাকা লোকজনকে আমরা খুঁজতে গিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে ত্রাণ ও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে দুই নিষ্পাপ শিশুকে দেখতে পান। এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এটি ভাইরাল ভিডিও, আমরা এটি নিশ্চিত করছি না।
“Pull me out and I will do whatever you want, I will be your servant!”
Syrian child saying to the rescuer pic.twitter.com/WIUtBkHapN
— Muhammad Smiry 🇵🇸 (@MuhammadSmiry) February 7, 2023
এই ভিডিওতে নিষ্পাপ শিশুটি তার ত্রাণকর্তাকে কিছু বলছে। এই সংলাপও মর্মস্পর্শী। ভাইরাল ভিডিওতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা শিশুটি বলছে, ‘দয়া করে আমার জীবন বাঁচান, আমাকে বের করুন, আমি তোমার দাস হয়ে যাবো।’ ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসযজ্ঞের মধ্যে একটি হৃদয় বিদারক ছবি উঠে আসছে সিরিয়া থেকে।
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক ভিডিও প্রকাশ পেয়েছে। সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি এখনও সংকটজনক। এখানে ধ্বংসস্তূপের স্তূপে মানুষকে খোঁজা হচ্ছে। ভূমিকম্পের পর আসা হালকা আফটারশকের কারণে পৃথিবী বারবার কাঁপছে।
সোমবার ভোররাতে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং আফটার শকের কারণে এ পর্যন্ত উভয় দেশেই ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এখানে মৃত্যুর শোক ছড়িয়ে পড়েছে সর্বত্র। ধ্বংসস্তূপে জীবন্ত পুঁতে থাকা মানুষদের এখন খোঁজা হচ্ছে।