শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি অসামান্য জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। দলের খেলায় পুরনো ঝাঁঝ খুঁজে পেলো সকল লাল হলুদ সমর্থকরা। গোটা দলটাকে কার্যত নিজের কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন ৩৬ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড ক্লেটন সিলভা। এর সুবাদে ১৬ ম্যাচে ১০ টা গোল করে ফেলেছেন ক্লেটন সিলভা।
একদিকে সুদূর ব্রাজিল থেকে আসা একজন ফুটবলার যখন ক্লাবের লুপ্তপ্রায় গরিমাকে তুলে ধরার মরিয়া চেষ্টা চালাচ্ছে, তখন অন্যদিকে দলের ভারতীয় ফুটবলার অঙ্কিত মুখার্জি ক্লাবের মায়ের সমান জার্সি ছুড়ে ফেলে ক্লাবকে অসন্মান করে বিতর্কে জড়িয়েছে।লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন অঙ্কিত কে আগে তুলে নেওয়ায় সংশ্লিষ্ট ফুটবলারের এমন ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে।এমন পেশাদার একজন ফুটবলারের থেকে এমন আচরণ কখনও প্রত্যাশা করেন না সমর্থকরা।খেলা শেষে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন বলেছিলেন অঙ্কিত মুখার্জির চোট পাওয়ায় তাকে তাড়াতাড়ি তুলে নিয়েছিলেন তিনি।
Ankit Mukherjee should never again play for #EastBengalFC
This is not acceptable.
Disgrace!#EBFCKBFC #ISL pic.twitter.com/GnJdAwLcmg
— East Bengal History🔴🟡 (@ebfchistory) February 3, 2023
তবে তার জন্যে অঙ্কিত যে ব্যবহারটা করেছেন সেটা একেবারেই গ্রহণ যোগ্য নয়।এর আগেও অঙ্কিত কে এমন একটি কাজ করতে দেখা গেছিলো,দলের ফুটবলারের এমন ব্যবহার একেবারেই ভালো চোখে দেখছে না লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।এমনটা বার বার করার ফলে অঙ্কিতের লাল হলুদ দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য।তবে তার এমন ব্যবহার কখনও গ্রহণযোগ্য নয়।তবে একজন আনফিট ফুটবলার কে খেলিয়ে লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন কি ঠিক কাজ করেছেন ? সেটা নিয়েও প্রশ্ন উঠছে এখন।