ধর্মতলায় হিংসাত্মক আন্দোলন চালানোর অভিযোগে জেলে বন্দি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddique) সাথে হাওয়ালার মাধ্যমে বিপুল টাকা লেনদেনের যোগসূত্র পেল কলকাতা পুলিশ। এই তথ্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য।
কারণ, আইএসএফ বিধায়ক ফুরফুরা শরিফের পীরজাদা। আর মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে বিজেপি বিরোধী অবস্থান নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে এই ধর্মীয় পীঠস্থানটি। ফুরফুরার পীর পরিবারের সন্তান নওশাদ সিদ্দিকি বাম ঘনিষ্ঠ। গত বিধানসভা ভোটে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ মিলে সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী বিধায়ক নওশাদ।
কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে, নওশাদের সঙ্গে বিজেপির এক শীর্ষ নেতার হোয়াটসঅ্যাপ চ্যাটে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের সূত্র। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, তদন্ত চলছে।
জানা গেছে, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপির এক শীর্ষনেতাদের সঙ্গে চ্যাট করেছিলেন নওশাদ সিদিক্কি। নওশাদকে এক বিজেপি নেতা বলেছেন ভোট প্রক্রিয়ায় যুক্ত রাজ্যের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে। ওই অভিযোগের ভিত্তিতে তিনি দিল্লিতে গিয়ে বিষয়টি উপস্থাপনা করবেন। তারই ভিত্তিতে ভোটের আগে আধিকারিকদের সরানো হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। ভোটের আগে যে প্রশাসনিক ও পুলিশকর্তাদের সরানোর পিছনে নওশাদের ভূমিকা লালবাজারের গোয়েন্দারা জানার চেষ্টা করছেন।