ফের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। শুক্রবার জামিন চাইলেন না দিদির কেষ্ট। আগামী ১৭ ফেব্রুয়ারি অবধি গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের। এদিন অনুব্রতে আইনজীবীর পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি। পাল্টা জেল হেফাজতের আবেদন জানায় সিবিআই। তাতেই মান্যতা দেয় আদালত।
আদালতের নির্দেশের পর অনুব্রত মণ্ডলকে আসানসোলের বিশেষ আদালত থেকে সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেই সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে একাধিক প্রশ্ন করা হলেও কোনও উত্তর দেননি। এমনকি এদিন আশ্চর্যজনকভাবে কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়েনি।
ইতিমধ্যেই বীরভূমের সমবায় ব্যাঙ্ক থেকে ১৭৭ টি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। পরে আরও ৫৪ টি অ্যাকাউন্টের হদিশ মেলে। এছাড়ার ২০০ টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে, যার গ্রাহক একজনই। সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়েছে, ওই গুলি সব বাফার অ্যাকাউন্ট। যার মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা লেনদেন করেছেন। এমনকি সেই টাকা রাইস মিলে গেছে বলেও জানা গেছে। আগামী দিনেও এই সমস্ত তথ্যকে ব্যবহার করতে চলেছে সিবিআই।
অন্যদিকে, বৃহস্পতিবার বোলপুরের অস্থায়ী ক্যাম্পে অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। এর মধ্যে আপ্ত সহায়ক অর্ক দত্ত, পরিচারক বিজয় রজক এবং অনুব্রতর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শুভঙ্কর সাধু এবং বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় রয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য আগামী দিনে সিবিআই ব্যবহার করতে পারে বলে জানা গেছে।