Pakistan Oil price : ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান মাত্র ১২ দিন হাতে আছে, তারপর কী হবে?

পাকিস্তান (Pakistan) কি স্তব্ধ হয়ে যাবে? নাকি শ্রীলংকার মত জনরোষ পরিস্থিতি তৈরি হবে? কারণ জ্বালানি মূল্যে আগুন ধরে গেছে। ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, ১ লিটার ডিজেলে মূল্য জানলে আঁতকে উঠবেন।

Pakistan price of diesel-

পাকিস্তান (Pakistan) কি স্তব্ধ হয়ে যাবে? নাকি শ্রীলংকার মত জনরোষ পরিস্থিতি তৈরি হবে? কারণ জ্বালানি মূল্যে আগুন ধরে গেছে। ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, ১ লিটার ডিজেলে মূল্য জানলে আঁতকে উঠবেন।

Advertisements

চরম আর্থিক সংকটে ভুগতে থাকা পাকিস্তান এক ধাক্কায় ডিজেল-পেট্রোলের দাম ৩৫ টাকা (পাকিস্তানি রুপি) বাড়িয়ে দিয়েছে। দেশটিতে এখন এক লিটার ডিজেলের দাম ২৬২ রুপি ৮০ পয়সা। এর ভারতীয় সমমানের মূল্য কমবেশি ৮২ টাকা। আর এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ২৪৯ পাকিস্তানি রুপি। দাম বেড়েছে কেরোসিন ও লাইট ডিজেল অয়েলেরও।

   

পাকিস্তানের অর্থমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা বেড়েছে। ডলারের তুলনায় দেশের টাকার দাম কমেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে যতটা কম সম্ভব দাম বাড়ানো হয়েছে। গত চার মাসে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি।

Advertisements

পেট্রোল-ডিজেলের দাম বাড়ার পরও অমিল। জনগণ ক্ষোভে ফেটে পড়ছেন। পাকিস্তানে এখন ২ লাখ ৬৬ হাজার টন পেট্রোল মজুত আছে। যা দিয়ে ১২ দিন চলবে।