জমি নিয়ে ঝগড়ার জেরে চলল গুলি, পাল্টা হামলায় মৃত তিন

জমি নিয়ে ঝগড়া। সেই ঝগড়ার জেরে গুলিতে নিহত ব্যক্তির প্রতিশোধ নিতে ফের হামলা। রক্তাক্ত পরিস্থিতি। সবমিলে নিহত তিন জন। আরও কয়েকজন জখম। আতঙ্কিত গ্রামবাসীরা। সংঘর্ষ…

short-samachar

জমি নিয়ে ঝগড়া। সেই ঝগড়ার জেরে গুলিতে নিহত ব্যক্তির প্রতিশোধ নিতে ফের হামলা। রক্তাক্ত পরিস্থিতি। সবমিলে নিহত তিন জন। আরও কয়েকজন জখম। আতঙ্কিত গ্রামবাসীরা। সংঘর্ষ আপাতত থামলেও ফের তা ছড়াতে পারে। বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিবারের তরফে পরস্পরের প্রতি দোষারোপ চলছে।

   

এই ঘটনা বিহারের। শনিবার থেকে দফায় দফায় সংঘর্ষের জেরে রক্তাক্ত শেখুপুরা। জমি বিবাদের জেরে দু পক্ষের সংঘর্ষে গুলি চলে। গুলি লেগে নিহত হয় আদালত যাদব নামে এক ব্যক্তি। তার হয়ে প্রতিশোধ নিতে বেশ কয়েকজন পাল্টা হামলা চালায় কয়েকটি বাড়িতে। হামলাকারীরা পিটিয়ে জখম করে আরও দুজনকে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় হাসপাতালে। নিহতদের নাম, স্বাস্থ্য যাদব ও সার্জেন যাদব। এরা পিতা ও পুত্র। পরপর তিনটি মৃত্যুর ঘটনায় শেখুপুরায় চাঞ্চল্য। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিহারের জমি বিবাদ বারবার গণহত্যা ও রক্তাক্ত পরিস্থিতি তৈরি করেছে। তবে সেই গণহত্যাগুলি ছিল জাতি ভিত্তিক প্রতিহিংসা ও রাজনৈতিক। শেখুপুরার ঘটনায় যাদব গোষ্ঠির পারস্পরিক দ্বন্দ্ব বলেই মনে করা হচ্ছে।