গতকাল, সোমবার এফসি গোয়া থেকে সোয়াইপ ডিলে গ্লেন মার্টিন্সকে (Glan Martins) দলে নিয়ে দারুণ চমক দিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ঠিক কি কারণে গ্লেন মার্টিন্সকে দলে নিয়েছেন,এবার সেটা খোলসা করেছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Fernando)।
ফের এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিংয়ে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি গ্লেন মার্টিন্স,জানিয়েছেন ক্লাবের হয়ে সুযোগ পেলেই নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই বক্তব্য রেখেছেন মার্টিন্স।
মার্টিন্সকে দলে নেওয়ার ব্যাপার এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো বলেছেন , দল থেকে চোট পাওয়ার কারণে ছিটকে গেছেন দীপক টাংড়ি।টাংড়ির পরিবর্তে একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের ভীষণ প্রয়োজন ছিলো দলের।ইতিমধ্যে ফেরান্দোর কোচিংয়ে খেলার অভিজ্ঞতা আছে গ্লেনের,তাই তাকে নেওয়ার জন্যে আরও আগ্রহ দেখায় ফেরান্দো।
শোনা যাচ্ছে মঙ্গলবার দলের সাথে যোগদান করবেন গ্লেন মার্টিন্স। এবং অনুশীলনে নামবেন।আগামী ২৮ শে জানুয়ারি ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।সেই ম্যাচে গ্লেন মার্টিন্সের খেলতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।
এখনো জানুয়ারির ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে বাকি আছে বেশ কিছু দিন,শোনা যাচ্ছে এরমধ্যে আর দুই একজন ফুটবলার কে দলে নিতে পারে এটিকে মোহনবাগান।ক্লাব ছাড়তেও দেখা যেতে পারে দুই একজন ফুটবলার কে।