বাংলাদেশের মাটিতে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশে খেলার সিদ্ধান্ত আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের। বিশ্বকাপে বাংলাদেশের জনগণের সমর্থন ও ভালবাসায় আপ্লুত মেসিরা (Lionel Messi)।
আগামী জুন মাসে বাংলাদেশে খেলতে আসবে মেসিদের পুরো দল, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে খবর। ফিফা উইন্ডোতে ঢাকায় আসতে রাজি আর্জেন্টিনা। দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচ। দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন জানান, আর্জেন্টিনার বাংলাদেশে আগমন নিশ্চিত। জুনে ঢাকায় খেলবে লিওনেল স্কোলোনির দল। প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বাংলাদেশ হবে না। আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা বাংলাদেশের ফুটবল কর্তাদের। ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
বাছাই করে যেকোনও একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে বাংলাদেশের তরফে। ২০১১ সালে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল নীল-সাদা ব্রিগেড। মেসি নিজে ম্যাচে গোল করতে না পারলেও ওটামেন্ডিকে দিয়ে গোল করিয়েছেন। মাঠে উপস্থিত ছিলেন ৮৫ হাজার দর্শক। মেসির মন কেড়ে নিয়েছিলেন কলকাতার।