ক্লাব যেন এখন সবকিছু থেকেই টাকা তুলতে চাইছে। সে তা যা খুশি হতে পারে। ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal) অবস্থা এখন তেমনটাই। দরকার হলে প্ৰি ওয়েডিং ফটোশ্যুট করার জন্য ছবি তোলার জন্য যদি ভাড়া দিতে হয় তাও দিচ্ছে। ছবি পোস্ট করে দাবি সমর্থকদের।
মাঠে ক্লাব গোল্লায় এদিকে মাঠের বাইরে ক্লাবের কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্তকরা। অভিযোগ এই যে, ‘ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান অবস্থায় যেখানে বিগত ১০ বছরের বেশি সময় ধরে সমর্থকরা চোখের জল ফেলে চলেছেন আবার ২১ জুলাই শান্তিপূর্ণ অবস্থান করতে গিয়ে নিতু সরকারের পোশা গুন্ডা বাহিনীর হাতে মার খেয়েছেন এবং বহু সমর্থক বিনা দোষে পুলিশ লকআপে ঢুকেছেন সেখানে নিয়ম করে প্রতিবছর ৩১ ডিসেম্বর কখনো তাড়ক দাসের প্যায়ারেলাল গানে নাচ, কখনো আবার চটুল গানে চামচাদের উদবাহু নাচ পরিবেশন এখন ইস্টবেঙ্গল ক্লাবের নিত্ত নৈমিত্তিক ব্যাপাড় হয়ে দাড়িয়েছে। এরই মধ্যে নতুন সংযোজন প্রি ওয়েডিং ফোটোশুটের জন্য ইস্টবেঙ্গল ক্লাব ভাড়া দেওয়া হচ্ছে।
তবে চাইলেই আপনি ভাড়া নিতে পারবেন না আপনাকে হতে হবে জেল খাটা নিতু সরকারের নিজের ভাইপো এবং তাহলেই বিনামূল্যে মিলবে ক্লাবে প্রি ওয়েডিং ফোটোশুটের অনুমতি আর আপনি যদি চামচা হন তাহলেও মিলতে পারে। ছবিতে নীতু সরকারের ভাইপো সায়নকে দেখা যাচ্ছে।’
সুরাহা নেই, ক্লাবের অবস্থা নিদারুণ খারাপ। ম্যাচ জেতার নাম গন্ধ নেই। ম্যাচ তারা যে কোনওভাবে হেরে যাচ্ছে। এমত অবস্থায় এমন অভিযোগ যে ক্লাব কর্তাদের বেকায়দায় ফেলবে তা বলাই যায়।