কলকাতা: আগামী ১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই মুহূর্তে আইএসএলের অন্যতম কঠিন দল মুম্বাই সিটি এফসি। ম্যাচে খেলতে নামার আগে এটিকে মোহনবাগানের সেন্টার ফরোয়ার্ড পজিশনের অস্ট্রেলিয়ার ফুটবলার দিমিত্রি পেত্রাতোস বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
দিমিত্রি পেত্রাতোস বলেছেন মুম্বাই সিটি এফসি দল খুবই ভালো খেলছে। একটাও ম্যাচ হারেনি তারা। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। তাই এই মুহূর্তে মুম্বাই সিটিকে হারানো যে একপ্রকার কঠিন কাজ হতে চলেছে সেই কথা বলাই বাহুল্য।
এখনো পর্যন্ত এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারাতে পারেনি, সেই কথা জানা আছে পেত্রাতোসের। তবে শনিবার তাদের হারানোর ব্যাপারে দারুণ আশাবাদী এই অসি ফুটবলার। স্লাভকো এবং গ্যালেগো দলে যোগ দেওয়াটা কে এই মুহূর্তে বাড়তি অ্যাডভান্টেজ বলে মনে করেন পেত্রাতোস। দলে গোল করার একাধিক লোক আছে, কোনও নির্দিষ্ট কারোর উপর নির্ভর করতে হয়না। তাই ম্যাচে গোল করার সুযোগ গুলো যদি কাজে লাগানো যায় তাহলে জয় তুলে নেওয়া সম্ভব ।সেই বিষয় আশাবাদী পেত্রাতোস।