ঘোঁত ঘোঁত করে এসে ঢুকে পড়ল। তারপর হাতের নখ দিয়ে জালার ঢাকনা খুলতে বেশিক্ষণ লাগেনি। ঢাকা খুলেই ঢক ঢক করে দেশি মদ এক চুমুকে সাবড়ে দিল বিরাট এক কালো ভাল্লুক (Himalayan Black Bear)। তার মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে (Bhutan) ভুটান থেকে।
হিমালয়ের কালো ভাল্লুক এমনিতে নির্বিবাদী। জঙ্গলে ঘোরে। তবে মদের গন্ধ পেলে তাকে রাখা যায়না। যেমনটা ঘটেছে ভুটানের থিম্পু বিভাগের বাবেসা বনদফতরের একটি কটেজে। প্রবল শীতে জবুথুবু ভুটান। বনরক্ষীরা নিজেদের খাওয়ার জন্য মদ মজুত করেছিলেন। সেই মদের টানে ভাল্লুক ঢুকে পড়ে। তারপর জালা ভেঙে ঢকঢক করে মদ খেয়ে নেয়। স্খানীয়ভাবে তৈরি ভুটানি মদের সাথে রাম (RUM) মিশিয়ে রাখা হয়েছিল। সেই মদ অত্যাধিক নেশা ও গা গরম করে। তবে কালো ভাল্লুকের তেমন কিছুই হয়নি। সে মদ খেয়ে পালিয়ে যায়।
ভাল্লুক ঢুকে মদ খাচ্ছে এই খবর পেয়ে সেই কটেজে মদ উদ্ধার করতে ছুটে যান কয়েকজন বনরক্ষী। তাদের ক্যামেরায় মদ্যপ ভাল্লুকের ছবি ধরা পড়েছে। তবে মাতাল ভাল্লুক পালিয়েছে। রাতে জালা ভাঙা মদের গন্ধে বেশ কয়েকবার ভাল্লুক ফিরে এসেছিল বলে জানান বনরক্ষীরা।